বরগুনা জেনারেল হাসপাতালে সর্বশেষ ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার থেকে শুক্রবার পর্যন্ত) ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে চলতি বছর ৩ জনের মৃত্যু হয়েছে। ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ১৬ জন।
শুক্রবার (১ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদয় মাঝি (২২) নামের এক যুবকের মৃত্যু হয়।
মৃত্যু হৃদয় মাঝি বরগুনা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের থানাপাড়া এলাকার বাসিন্দা রণজিৎ মাঝির ছেলে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা যায়।
পরিবার সূত্রে জানা যায়, গত তিন দিন আগে প্রচণ্ড জ্বর ও মাথা ব্যথা নিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এসে ডেঙ্গু শনাক্ত হয়! পরে হাসপাতালেই তিন দিন চিকিৎসা নিয়েছিলেন হৃদয় মাঝি। সকাল থেকে তার শারীরিক অবস্থা অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেন। বরিশালে না গিয়ে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন হৃদয় মাঝি। রাত সোয়া দশটার দিকে শারীরিক অবস্থা খারাপ হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
বরগুনা জেনারেল হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. অরূপ বলেন, ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গতকাল রাত থেকে তিনি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন। সকাল থেকে রোগীর শারীরিক অবস্থা খারাপ ছিলে। আজ রাতে সোয়া দশটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বরগুনা জেনারেল হাসপাতালে এখনো ৯৩ জন রোগী চিকিৎসা নিচ্ছে এর মধ্যেও পুরুষ ৫৩, মহিলা ৪০ জন।