রাজধানীর ডেমরার দেইলা এলাকায় একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। এতে ওই বাসের চালকের সহকারী মারা গেছেন। চালকের আরেক সহকারী দগ্ধ হয়েছেন। তারা দুজনেই বাসের ভেতর ঘুমিয়ে ছিলেন।
শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। ওই চালকের সহকারীর নাম নাইম। বাসের মধ্য থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। ব
আগুনে দগ্ধ আরেকজনও বাসচালকের সহকারী। তার নাম রবিউল। তাকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসা দেয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আশরাফুল হালিম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
আশরাফুল হালিম বলেন, যতটুকু তথ্য পাওয়া গেছে, নাইম ও রবিউল অছিম পরিবহন নামের একটি বাসে চালকের সহকারী হিসেবে কাজ করতেন। অছিম পরিবহনের ওই বাস রাস্তার পাশে দাঁড়ানো অবস্থায় ছিল। তারা বাসে ঘুমাচ্ছিলেন। ওই সময় আগুন দেয়া হয়। নাইমের মরদেহ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।