‘আজ সাংবাদিকদের চোর বলা হচ্ছে। আমরা নাকি তথ্য চোর? আমরা যদি তথ্য চোর হই, এটা যদি হয় আমাদের স্বীকৃতি, তবে এই তথ্য চুরিই আমাদের সম্মান। সাংবাদিক হিসেবে কাজ করতে গিয়ে যদি এই উপাধি নিতে হয়, তথ্য চোর হিসেবেই আমরা জনগণের জন্য, দেশের জন্য কাজ করে যেতে চাই।’
সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত মানববন্ধনে বাগেরহাটের সাংবাদিকেরা এ কথা বলেন। সচিবালয়ে পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে হেনস্তা ও দীর্ঘ সময় আটকে রেখে সাজানো মামলায় জড়ানোর ঘটনায় গতকাল মঙ্গলবারের মতো আজ বুধবারও অব্যাহত রয়েছে দেশব্যাপী সাংবাদিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতিবাদ কর্মসূচি। মানববন্ধন, বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন সর্বস্তরের মানুষ।
বাগেরহাট প্রেসক্লাবের সামনে মানববন্ধনের আয়োজন করে প্রথম আলো বন্ধুসভা ও বাগেরহাট প্রেসক্লাব। বুধবার বেলা ১১টার দিকের এই কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেন জেলায় কর্মরত
সাংবাদিকেরা, সুশাসনের জন্য নাগরিক (সুজন), দি হাঙ্গার প্রজেক্টসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
কর্মসূচিতে অবিলম্বে রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। এ ছাড়া রোজিনা ইসলামকে হেনস্তা করার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান এবং পেশাগত দায়িত্ব পালনে সব সাংবাদিকের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সরকারের প্রতি দাবি জানানো হয়।