নিজস্ব প্রতিবেদক:: জামাত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে বানারীপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে উপজেলা ও পৌর যুবলীগ।
শনিবার বিকেল সাড়ে ৫ টায় বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-আহবায়ক, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান নুরুল হুদার নেতৃত্বে এ বিক্ষোভ মিছিলটি বের হয়।
মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা আওয়ামীলীগ দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত এক পথ সভায় যুবলীগ নেতা নুরুল হুদা বক্তব্য রাখেন।
এ সময় বানারীপাড়া উপজেলা ও পৌর যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন।