সবচেয়ে জনপ্রিয় বিশ্বনেতাদের নিয়ে একটি গবেষণা প্রতিষ্ঠানের করা তালিকায় আবারও শীর্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মর্নিং কনসাল্টের ওই জরিপ অনুযায়ী, মোদির জনপ্রিয়তার হার ৭৫।
মর্নিং কনসাল্ট পলিটিক্যাল ইন্টেলিজেন্স রাজনৈতিক নির্বাচন, নির্বাচিত কর্মকর্তা ও ভোটিং ইস্যু নিয়ে তথ্য প্রকাশ করে থাকে। আন্তর্জাতিকভাবে প্রতিদিন ২০ হাজারের বেশি সাক্ষাৎকার নিয়ে থাকে মর্নিং কনসাল্ট।
এবারের তালিকায় নরেন্দ্র মোদির পর দ্বিতীয় অবস্থানে আছেন মেক্সিকোর প্রেসিডেন্ট আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ। তৃতীয় অবস্থানে আছেন ইতালীয় প্রধানমন্ত্রী মারিও দ্রাঘি।
লোপেজের জনপ্রিয়তার হার ৬৩ এবং দ্রাঘির জনপ্রিয়তার হার ৫৪। তালিকায় ২২ জন বিশ্বনেতাকে রাখা হয়েছে।
এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অবস্থান পঞ্চম। তার জনপ্রিয়তার হার ৪১। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর জনপ্রিয়তার হার ৩৯ এবং জাপানি প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার জনপ্রিয়তার হার ৩৮।