৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১২:৫৯
শিরোনামঃ

শুরু হয়ে গেছে ইউক্রেনের পাল্টা আক্রমণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, আগস্ট ২৯, ২০২২,
  • 338 সংবাদটি পঠিক হয়েছে

ইউক্রেনের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ সেনাদের বিরুদ্ধে খেরসনে পাল্টা আক্রমণ শুরু করে দিয়েছে ইউক্রেনের সেনারা। খবর দ্য গার্ডিয়ানের।

সাউদার্ন মিলিটারি কমান্ড ঘোষণা দিয়ে বলেছে, তাদের বহুল কাঙ্খিত পাল্টা আক্রমণ শুরু হয়েছে।

গত কয়েকদিন ধরে শোনা যাচ্ছে খেরসনে দুর্বল হয়ে পড়েছে রুশ সেনারা। এর মাঝেই পাল্টা আক্রমণ শুরু করার ঘোষণা দিল ইউক্রেনের সাউদার্ন মিলিটারি কমান্ড।

এ ব্যাপারে সাউদার্ন কমান্ডের মুখপাত্র নাতালিয়া হুমেনিউক ইউক্রেনের গণমাধ্যম সাসপিলনেকে বলেছেন, আজ আমরা বিভিন্ন দিকে আমাদের হামলা শুরু করেছি, এর মধ্যে রয়েছে খেরসনও।

পাল্টা আক্রমণের বিস্তারিত জানানে অস্বীকৃতি জানিয়েছেন তিনি। তবে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে দক্ষিণ দিকে অবস্থিত রুশ সেনাদের লজিস্টিক ও অবস্থানের ওপর ইউক্রেনের সেনাদের হামলা ‘কোনো সন্দেহ ছাড়া রুশ সেনাদের অবস্থান দুর্বল করে দিয়েছে।’

তিনি জানিয়েছেন, গত সপ্তাহে রুশ সেনাদের ১০টিরও বেশি অস্ত্রগারের ওপর সফল হামলা চালিয়েছে ইউক্রেনের সেনারা।

এদিকে এর আগে ইউক্রেনের পত্রিকাগুলো জানায়, সোমবার মধ্যরাতে খেরসন ওব্লাস্টের কাছে পাল্টা হামলা চালায়। এমনকি সম্মুখভাগে অবস্থান করা রুশ সেনাদের প্রতিরোধ ভেঙ্গে তাদের সেখান থেকে হটিয়ে দিতে সমর্থ হয়।

ইউক্রেনের এসব দাবির সত্যতা অবশ্য যাচাই করতে পারেনি আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo