উইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওডিআইতে ৩ রানে জয় নিয়ে সিরিজে ১-০ তে এগিয়ে গেলো সফরকারী ভারত।
পোর্ট অফ স্পেনের কুইন্স ওভালে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় উইন্ডিজ। সবেমাত্র বাংলাদেশ সিরিজ শেষ করা উইন্ডিজ একাদশে তেমন পরিবর্তন না আসলেও এদিকে রোহিত, কোহলি, ভুবনেশ্বর শামি, বুমরাহদের মতো অনেককেই বিশ্রাম দিয়ে মাঠে নামে ভারত।
ফ্লাট উইকেটে দারুণ ব্যাটিং করতে থাকে ভারত। দুই ওপেনার এ ভর করে ১৭.৩ ওভারেই ১১৯ রানে পৌঁছে যায় ভারত। ঠিক সেই মুহুর্তে ভারত শিবিরে প্রথম ধাক্কা দেন স্পিনার মোতি। ফাইন লেগে ব্রুকসের ক্যাচে মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়ে সাজঘরে ফিরতে হয় অধিনায়ক ধাওয়ানকে।
ধাওয়ানের বিদায়ের পরেও শুভমান-আইয়ার এর ৯৪ রানের জুটিতে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে ভারত। কিন্তু তাদের দুইজনের বিদায়ের পর থেমে যায় ভারতের রানের গতি।
শেষ মুহূর্তে আক্সার পাটেল এবং দীপক হুদার ২১ ও ২৭ রানের ছোটো দুইটি ক্যামিওতে ৩০৮ রানের লড়াকু পুঁজি পায় ভারত। উইন্ডিজের হয়ে ২ টি করে উইকেট শিকার করেন আলজারি জোসেফ এবং মোতি।
এদিকে ৩০৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দ্রুত শাই-হোপকে হারিয়ে চাপে পড়ার পরেও স্বভাবজাত আক্রমণাত্মক ব্যাটিংয়ে এগিয়ে যেতে থাকে উইন্ডিজ। মায়ার্স, ব্রুক্স, ব্রেন্ডন কিং এই ৩ ত্রয়ীর দারুণ ব্যাটিংয়ে জয়ের দিকে এগোতে থাকে উইন্ডিজ।
তবে এদিকে চাহাল-শার্দুলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ম্যাচ জমিয়ে রাখে ভারত।
শেষদিকে রোমারিও শেপহার্ডের পাওয়ার হিটিং এ যেনো জয়ের স্বপ্ন ভারি হতে শুরু করে উইন্ডিজ শিবিরে। কিন্তু মোহাম্মদ সিরাজের দুর্দান্ত শেষ ওভারে সেই স্বপ্ন আটকে যায় মাত্র ৩ রানের জন্য। ব্যাট হাতে উইন্ডিজের পক্ষে সর্বোচ্চ ৭৫ রান করেন কাইল মেয়ার্স।
স্কোরঃ
ভারত-৩০৮/৭
শিখর ধাওয়ান-৯৭(৯৯) শুভমন গিল-৬৪(৫৩) শ্রেয়াস আইয়ার-৫৪(৫৭)
আলজারি জোসেফ-১০-০-৬১-২
মোতি-১০-০-৫৪-২
উইন্ডিজ-৩০৫/৬
কাইল মেয়ার্স- ৭৫(৬৮) ব্রেন্ডন কিং-৫৪(৬৬)
রোমারিও শেপহার্ড-৩৯(২৫)
মোহাম্মদ সিরাজ-১০-০-৫৭-২
যুবেন্দ্র চাহাল-১০-০-৫৮-২
ফলাফলঃ ভারত ৩ রানে জয়ী।