৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৭:০৫
শিরোনামঃ

ভারতে গেল বরিশালের ৭ টন ইলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, সেপ্টেম্বর ৭, ২০২২,
  • 210 সংবাদটি পঠিক হয়েছে

 

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বন্ধু দেশ ভারতে ইলিশ রফতানির অনুমতির পরপরই বরিশাল প্রথম চালানের ৭ টন ইলিশ পাঠানো হয়েছে। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজের অনুকূলে মঙ্গলবার (৭ সেপ্টেম্বর) বরিশাল থেকে দুটি ট্রাকে সাত টন ইলিশ ভারতে পাঠানো হয়। এরইমধ্যে ভারতের বাজারে পৌঁছেছে ওই চালান।

 

 

বুধবার (৭ সেপ্টেম্বর) সকালে  বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মৎস্য আড়তদার মালিক সমিতির সাধারণ সম্পাদক ও ইলিশ রফতানিকারক নীরব হোসেন টুটুল।

 

 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রচেষ্টায় ২০১৯, ২০ ও ২১ সালের মতো এ বছরও আমরা ভারতে ইলিশ রফতানি করছি। সারা দেশের ৪৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠানকে ৫০ টন করে মোট দুই হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে এবার। এ তালিকায় বরিশালের চার ব্যবসায়ী রয়েছেন।

 

 

হিসাব করলে দেখা যায়, বরিশাল থেকে চার ব্যবসায়ী মোট ২০০ টন ইলিশ ভারতে পাঠাবেন।

 

 

তিনি আরও বলেন, আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে এসব মাছ রফতানি করতে হবে। প্রথম চালানে মাহিমা এন্টারপ্রাইজের অনুকূলে বরিশাল থেকে দুটি ট্রাকে সাত টন ইলিশ ভারতে পাঠানো হয়েছে। আরও ১০ টন ইলিশ পাঠানোর প্রস্তুতি নেয়া হয়েছে। যদিও ভারতের বাজারে ইলিশের চাপ রয়েছে। তারপরও স্বাদ ও আকারের কারণে বরিশালের ইলিশের দাম ভালো পাওয়া যাবে সেখানে।

 

 

এদিকে বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্রে শ্রমিকদের সংখ্যা প্রায় ৫ হাজার। ইলিশের রফতানি শুরু হওয়ায় দম ফেলার ফুরসত নেই তাদের।

 

 

শ্রমিকরা জানান, ভারতে ইলিশ রফতানিকে কেন্দ্র করে দিন-রাত কাজ করছেন তারা। প্রতিদিন এলসি আকারের ইলিশ বেছে বেছে রফতানিকারকদের কাছে নিয়ে যান তারা। এরপর বরফ দিয়ে বক্সে প্যাকেট করে ট্রাকে লোড করা হয়। এরপর ট্রাক ছেড়ে যায় ভারতের উদ্দেশে।

 

 

বরিশাল মৎস্য আড়তদার মালিক সমিতির সভাপতি মো. জাহাঙ্গীর সিকদার জানান, ইলিশ রফতানি শুরু হওয়ায় কালোবাজারি কমেছে। ফলে ইলিশের ভালো দাম পাচ্ছেন তারা। এ ছাড়া জেলেরাও করছে বাড়তি আয়। এখন সরকারের কাছে সারা বছর বিভিন্ন দেশে মাছ রফতানির দাবি তাদের।

 

এদিকে এ বিষয়ে বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, সরকারের নানা উদ্যোগ ও মা ইলিশের যথাযথ সংরক্ষণের কারণে নদী ও সাগরে ইলিশের উৎপাদন বেড়েছে। মৎস্য অধিদফতর প্রতিনিয়ত ইলিশের ওপর কাজ করে যাচ্ছে। এর সুফল জেলে থেকে ভোক্তা পর্যায়ে পাওয়া যাচ্ছে। আর দেশ থেকে ইলিশ রফতানির কারণে জেলে থেকে শুরু করে ব্যবসায়ী পর্যন্ত সবাই লাভবান হবেন।

 

 

এর আগে গত ৪ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি-২ শাখার উপ-সচিব তানিয়া ইসলাম স্বাক্ষরিত এক স্মারক দেয়া হয়। সেখানে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ইলিশ রফতানির জন্য ৪৯ প্রতিষ্ঠানকে অনুমতি দেয়ার বিষয়টি জানানো হয়। শর্তসাপেক্ষে প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০ টন ইলিশ রফতানির অনুমতি দেয়া হয়েছে। সে হিসাবে মোট দুই হাজার ৪৫০ টন মাছ রফতানির অনুমতি দেয়া হয়েছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo