৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:০৯
শিরোনামঃ

ফজলে রাব্বীর আসনে আ.লীগের মনোনয়নপ্রত্যাশী পাঁচজন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, জুলাই ২৭, ২০২২,
  • 224 সংবাদটি পঠিক হয়েছে

জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মরহুম ফজলে রাব্বী মিয়া গাইবান্ধা-৫ আসনের সাংসদ ছিলেন। তার মৃত্যুতে শূন্য হওয়া সংসদের ৩৩ নম্বর আসনটির দাবিদার হয়েছেন অন্তত পাঁচজন। প্রার্থীরা বিষয়টি সরাসরি প্রকাশ না করলেও এরইমধ্যে আলোচনায় উঠে এসেছেন তারা।

গত শুক্রবার (২২ জুলাই) নিউইয়র্কের স্থানীয় সময় বিকেল ৪টায় মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন ফজলে রাব্বী মিয়া। তার মৃত্যুর দুই দিনের মাথায় (২৪ জুলাই) আসনটি শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে সংসদ সচিবালয়।

বিধান অনুযায়ী, শূন্য আসনে পরবর্তী ৯০ দিনের মধ্যে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।

সেই নির্বাচনের মধ্য দিয়ে এমপি পদ বাগিয়ে নিতে এর মধ্যে আলোচনায় উঠে এসেছেন কয়েকজন। তাদের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হওয়ার দাবিদার অন্তত পাঁচজন।

ক্ষমতাসীন দলের কয়েকটি সূত্র জানিয়েছে, আসনটি আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে বাবার পদে স্থলাভিষিক্ত হতে চান ফারজানা রাব্বী বুবলি। আবার গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক। মনোনয়নপ্রত্যাশী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন।

মনোনয়ন চাইতে পারেন ফুলছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান জি এম সেলিম পারভেজ এবং সাবেক ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার ভাতিজা শাহঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেনও।

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের ভাষ্য— পরিবারের বাইরে গিয়ে স্থানীয় আওয়ামী লীগের যে নেতারা দীর্ঘদিন দলের জন্য কাজ করছেন, তারাই হতে পারেন মনোনয়ন পাওয়ার যোগ্য। তবে এখন পর্যন্ত নিজেকে মনোনয়নপ্রত্যাশী হিসেবে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানাননি কেউই।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo