বরিশালে মন্দির থেকে ১৫০ বছরের শিবলিঙ্গ চুরি হওয়ার ২৪ ঘন্টার মধ্যে উদ্ধার করেছে পুলিশ। এসময় হুমায়ুন খান নামের একজনকে আটক করেন তাঁরা।
মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গসহ ওই ব্যক্তিকে আটক করা হয়েছে।
এ ঘটনায় মন্দিরের পুরোহিত বাদি হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আটক হুমায়ুন কবিরকে বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম এই তথ্য জানিয়েছেন। তিনি জানান, চুরি হওয়া শিবলিঙ্গটি হুমায়ুন কবির নামের ওই চোরের হেফাজতে ছিল। তবে এর সাথে আর কেজ জড়িত কিনা সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি। জিজ্ঞাসাবাদের জন্য হুমায়ুনের রিমান্ড আবেদন করা হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
তিনি জানান, ‘সোমবার গভীর রাতে বরিশাল নগরীর কালীবাড়ি রোডের শ্রী শ্রী কালীমাতার মন্দিরের দরজা ভেঙে তিন ফুট দৈর্ঘ্যরে পাথরের শিব লিঙ্গ চুরি হয়। সকালে পুরোহিত অমল কুমার দত্ত পূজা অর্চনা করতে গিয়ে মন্দিরের দরজা ভাঙা এবং শিব লিঙ্গ না থাকার বিষয়টি লক্ষ্য করেন। তাৎক্ষণিকভাবে বিষয়টি পুলিশকে অবগত করেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৮টার দিকে নগরীর কাউনিয়া থানাধীন আমানতগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে শিব লিঙ্গটি উদ্ধার করা হয়। এসময় হুমায়ুন নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসা হয়।
ওসি বলেন, ‘হুমায়ুন শিবলিঙ্গ চুরির কথা স্বীকার করেছে। সোমবার গভীর রাতে সে দরজা ভেঙে শিবলিঙ্গ চুরি করেছে বলে জানিয়েছে। তবে এর সাথে আরও কেউ জড়িত কিনা সেটা বলছে না। তাই হুমায়ুনকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। এজন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।
মন্দিরের পুরোহিত অমল কুমার দত্ত বলেন, ‘আমি প্রতিদিন বেলা ১১টায় মন্দিরে গিয়ে পূজা দেই। মঙ্গলবার পূজা দিতে গিয়ে দেখি মন্দিরের দরজা ভাঙা এবং শিবলিঙ্গ নেই। দেড়শ বছরের পুরানো এই শিবলিঙ্গের মূল্য প্রায় কোটি টাকা। এই ঘটনায় সোমবার রাতেই মামলা করেছেন বলে জানান তিনি।