বরিশালের বাকেরগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সুজন হাওলাদার (২২) নামে এক ক্যাবল অপারেটর শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। রাত ১০টায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলজে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
নিহত সুজন হাওলাদার নলছিটি থানার কোচনগর গ্রামের সালাম হাওলাদারের ছেলে। বাকেরগঞ্জর পৌর এলাকার একটি ভাড়া বাসায় থাকতেন।
জানা যায়, বাকেরগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সাহেবগঞ্জ এলাকার ডিস লাইন শ্রমিক সুজন শনিবার রাত ৮টার সময় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবক আবুল হোসেনের বাসায় ডিস লাইনে কাজ করার জন্য গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে প্রেরণ করেন।
তবে স্বজনদের অভিযোগ, জরুরি অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স পাওয়া যায়নি। অ্যাম্বুলেন্সের জন্য দেড় ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে।
নিহত সুজনের মা হালিমা বেগমের দাবি, যথাসময়ে অ্যাম্বুলেন্স পাওয়া গেলে দ্রুত বরিশালে উন্নত চিকিৎসা দেওয়া সম্ভব হতো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী অ্যাম্বুলেন্স চালকের গাফলতির কথা স্বীকার করেন। এ ঘটনায় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সজল চন্দ্র শীল বলেন, এ ঘটনায় ওই রাতেই আমার কাছে বিক্ষুব্ধ শতাধিক স্থানীয়রা আসছিল। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।