সজিবুল ইসলাম সুনামগঞ্জ প্রতিনিধি : তাহিরপুর উপজেলার বীরনগর গ্রামে জমি সংক্রান্ত বিরোধে ফজি রহমানের ছেলে রহমত আলী (৫৫) নামে একজন নিহত।
একই গ্রামের কিবরিয়ার সঙ্গে মৃত রহমত আলী জমি সংক্রান্ত বিরোধ ছিল।
আজ (১ অক্টোবর) দুপুরের দিকি জমি সংক্রান্ত বিষয়ে কথা কাটাকাটি হয়, এক পর্যায়ে তা হাতাহাতির রূপ নেয় তখন প্রতিপক্ষের হাতে গলায় চাপের ফলে রহমত আলী মাটিতে পরেন। প্রতিবেশীরা সাথে সাথে তাহিরপুর স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়, তখন চিকিৎসক থাকে মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানা পুলিশ ঐ ঘটনায় জরিত কিবরিয়া এবং হোসাইন কে আটক করেন।
চিকিৎসক জানান নিহত রহমান আলীর শরীরে কোনো আগাতের চিহ্ন পাওয়া যায়নি তবে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর কারন জানা যাবে।
ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নিহত রহমাত আলীর লাশ পাঠানো হয়েছে।