বরিশালের গৌরনদীতে সাতারে খাল পারাপারের সময় ডুবে গিয়ে নিখোঁজ লিমন হাওলাদার (১৪) নামে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
নিখোঁজের ২৪ ঘন্টা পর মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের দক্ষিণ কমলাপুর গ্রামের আমানতগঞ্জ- বাকাই খাল থেকে এ লাশ উদ্ধার করা হয়। লিমন উপজেলার দক্ষিণ কমলাপুর গ্রামের আনিস হাওলাদারের ছেলে ও বার্থী তাঁরা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।
গৌরনদী ফায়ার সাভির্সের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, স্কুল ছাত্র লিমন হাওলাদার তাঁর নানা উপজেলার বার্থী ইউনিয়নের বড়দুলালী গ্রামের মোকছেদ ঘরামীর পান বরজ থেকে ভারি শাবল ও বাংলাদা নিয়ে সোমবার দুপুর দেড়টার দিকে আমানতগঞ্জ- বাকাই খাল সাঁতারে পারাপারের সময় ডুবে গিয়ে নিখোঁজ হয়। খবর পেয়ে তাৎক্ষনিক গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযান চালায়। এরপর খবর পেয়ে ওইদিন বিকালে বরিশাল ফায়ার সার্ভির্সের চার জন ডুবুরি ঘটনাস্থলে পৌছে উদ্ধার অভিযানে অংশ নেয়। রাত ও দিনভর অব্যাহত উদ্ধার অভিযান চালিয়ে নিখোঁজের ২৪ ঘন্টা পর ঘটনাস্থলের ৫০ গজ দুরত্বে ওই খালের মধ্যে থেকে লিমনের মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানান ষ্টেশন অফিসার বিপুল হোসেন।