নিজস্ব প্রতিবেদকঃ সাম্প্রতিক কর্মসূচিতে দেশের বিভিন্ন স্থানে বিএনপির চার নেতা নিহতের প্রতিবাদ এবং তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বরিশালে শোক র্যালি করেছে বরিশাল মহানগর বিএনপি।
মিছিলের মহানগরীর ৩০টি ওয়ার্ডের ওয়ার্ড কমিটির নেতৃবৃন্দরা অংশ নেয়। রাজপথে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে দেশের বিভিন্ন স্থানে পুলিশের গুলিতে আব্দুর রহিম, নুরে আলম, শাওন, শহিদুল ইসলাম খান, আব্দুল আলিম নিহত হন।
অথচ নিহত নেতাদের শ্রদ্ধা না জানিয়ে নিজেদের ব্যাক্তি স্বার্থ হাসিল করতে ওয়ার্ড বিএনপির একটি অংশ মহানগর বিএনপির সিনিয়র নেতাদের বিরুদ্ধে অভিযোগের পাহাড় তুলে বিক্ষোভ করছে।
মহনগর বিএনপির সিনিয়র নেতৃবৃন্দরা বলছে, রাজপথে আন্দোলন সংগ্রাম না করে পোষ্ট পজিশনের আশায় একটি গ্রুপ বিএনপির আন্দোলন সংগ্রামকে বাধাগ্রস্থ করতে এমনটা করছে।
জানাগেছে, সদস্য ঘোষিত মহানগরের ২৫ নং ওয়ার্ড কমিটি বাতিলের দাবীতে বিক্ষোভ করেছে এক অংশের নেতাকর্মীরা। বৃহস্পতিবার দুপুরে নগরীর শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করে কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে বিএনপির দলীয় কার্যলয়ে এসে শেষ করে এক প্রতিবাদ সভা করে।
প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, ২৫ নং ওয়ার্ডের নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মো. জাহাঙ্গির খান, যুগ্ম আহবায়ক মারুফ, হোসেন জুয়েল, মো. সোহাগ হাওলাদার, মো. কাউসার মোল্লা, মো. কবির খান, মো. মারুফ হোসেন, নাছরিন বেগম, রিনা আক্তার, জালাল আহমেদ খান, দুলাল হাওলাদার, মো. হারুন হাওলাদার প্রমুখ। অভিযোগ উঠেছে কেন্দ্রীয় কর্মসূচির শোক র্যালিতে অংশ না নিয়ে এ বিক্ষোভ কর্মসূচি পালন করেছে তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে নবগঠিত কমিটির যুগ্ম আহবায়ক মো.জাহাঙ্গির খান বলেন, আমি কর্মসূচিতে অংশনিয়েছি। কর্মসূচি শেষ করেই ওয়ার্ড কমিটি বাতিলের দাবী জানিয়ে বিক্ষোভ করেছি।
তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সিদ্ধান্ত ও নির্দেশনা উপেক্ষা করে ২৫ নং ওয়ার্ড আহবায়ক পকেট কমিটি গঠন করা হয়েছে। এ কমিটি ২৪ ঘন্টার মধ্যে বাতিলের দাবী জানানো হয়েছে। অন্যথায় যুগ্ম আহবায়ক ও সদস্যরা একযোগে পদত্যাগ করে কমিটি বাতিলের দাবীতে আন্দোলনে যেতে বাধ্য হবে বলেন তিনি।
এদিকে এ বিক্ষোভ কর্মসূচি অযৈতিক দাবী করেছেন ২৫ নং ওয়ার্ড বিএনপির নবগঠিত কমিটির সদস্য সচিব মো. নুরেু আলম। তিনি বলেন, কমিটি বাতিলের দাবী করে যারা বিক্ষোভ করেছে তাঁরা মুলত নিজেদের স্বার্থ হাসিল করার জন্য রাজনীতি করে। দলের দুসময়ে কখনোই দলীয় কর্মসূচিতে অংশ নিতে তাদের দেখা যাইনি।
তারিধারাবাহিকতায় বৃহস্পতিবার জাতীয় কর্মসূচি শোক র্যালিতে অংশ না নিয়ে আওয়ামী লীগের লেজুরবৃত্তিক সদস্যদের সাথে নিয়ে ওয়ার্ড কমিটি বাতিল দাবীতে বিক্ষোভ করেছেন নবগঠিত কমিটির যুগ্ন আহবায়করা। যা দলের শৃংখলা ভঙ্গের কারণ। আমরা এই বিক্ষোভের তীব্র নিন্দা জানাই।
এদিকে, বৃহস্পতিবার সকাল ১১টায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বরিশাল মহানগর বিএনপির উদ্যোগে শোক র্যালি বের করা হয়। র্যালিটি সদর রোডের বিএনপি দলীয় কার্যালয় চত্ত্বরে থেকে বের হয়ে ফজলুল হক অ্যাভিনিউ, চকবাজার ও কাঠপট্টি রোড হয়ে ফের দলীয় কার্যালয় চত্ত্বরে গিয়ে শেষ হয়। র্যালিতে নেতাকর্মীরা হাতে প্লাস্টিকের পাইপ, লাঠি ও বাঁশের মাথায় লাগানো কালো পতাকা নিয়ে অংশ নেয়।
র্যালির আগে মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব মীর জাহিদুল কবিরসহ অন্যান্যরা।
এসময় উপস্থিত ছিলেন আলতাফ মাহামুদ সিকদার, জিয়া উদ্দিন সিকদার, হাবিবুর রহমান টিপু, কেএম শহিদুল্লাহ, মাকসুদুর রহমান মাকসুদ প্রমুখ। এর আগে নগরের বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল দলীয় কার্যালয় চত্ত্বরে জড়ো হয়। বিএনপির কর্মসূচি উপলক্ষে সদর রোডসহ আশপাশের এলাকায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ।