৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:১৯
শিরোনামঃ

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু ইউনিট চালু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, অক্টোবর ৮, ২০২২,
  • 182 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য পৃথক ইউনিট চালু করেছে কর্তৃপক্ষ। ১০০ শয্যা বিশিষ্ট এ হাসপাতালটির দ্বিতীয় তলার পশ্চিম দিকে ১০টি বেডে ডেঙ্গু ইউনিট চালু করা হয়েছে।

হাসপাতালটিতে প্রতিদিনই ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছে। দিন যত বাড়ছে রোগীদের চাপও তত বেশি হচ্ছে। নিজ জেলায় আক্রান্ত না হলেও জেলার বাহির থেকে আক্রান্ত হয়ে এখানে এসে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।

শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৈকত হোসেন ঢাকা থেকে জ্বর নিয়ে বাসায় ফেরেন। জ্বরের প্রাথমিক চিকিৎসার ওষুধ সেবনে সুস্থ না হওয়ায় চিকিৎসকের স্মরণাপন্ন হন। তিনি কয়েকটি প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করতে দেন। রিপোর্টে তিনি ডেঙ্গু জ্বর আক্রান্ত হয়েছেন বলে ধরা পড়ে। এরপর তিনি ঝালকাঠি সদর হাসপাতালের ডেঙ্গু ইউনিটে ভর্তি হন। সেখানে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সৈকত। আরো অনেক রোগী জেলার বাহির থেকে আক্রান্ত হয়ে এসে ভর্তি অবস্থায় চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মেহেদী হাসান সানি বলেন, সৈকতের অবস্থা ছিল প্রাথমিক ধাপে (এ স্টেজে)। তাই তিনি দ্রুত সেরে উঠেছেন। এখন কারো জ্বরের সঙ্গে শরীরের জয়েন্টে ব্যথা কিংবা র‌্যাশ দেখা দিলে তাকে দ্রুত ডেঙ্গু পরীক্ষা করাতে হবে। প্রাথমিক ধাপে থাকা অবস্থায় ডেঙ্গু ধরা পড়লে রোগী দ্রুত সেরে ওঠে। কিন্তু বাসায় থেকে চিকিৎসা নিয়ে যদি রোগের দ্বিতীয় ধাপে চলে যায়, তাহলে রোগী সেরে উঠতে সময় নেয়।

তিনি আরো বলেন, অনেকে জ্বর হলে এখন করোনা মনে করে। দুই রোগের জ্বরেরও পার্থক্য রয়েছে। ডেঙ্গুর জ্বর করোনার তুলনায় উচ্চ মাত্রায় থাকে। সন্দেহ হলে দুটি পরীক্ষাই করাতে হবে। এ বছর দেশের বিভিন্ন এলাকায় ডেঙ্গু রোগীর প্রকোপ বেশি। পৌর এলাকার ড্রেনে কর্তৃপক্ষ ক্রাশ প্রোগ্রাম করার পরও মশা নিধন করা সম্ভব হয়নি।

ময়লা আবর্জনার মধ্যে পানি জমে সেখানে ডেঙ্গু মশা প্রজনন করে। জনসাধারনের প্রতি সেদিকে খেয়াল রাখার অনুরোধ করেন তিনি।

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এইচএম জহিরুল ইসলাম বলেন, ডেঙ্গু রোগীদের জন্য ইউনিট চালু করা হয়েছে। সেখানে সব ধরনের সেবা দেয়া হচ্ছে। রোগীর চাপের ওপর নির্ভর করে প্রয়োজনে এই ইউনিটে শয্যা বাড়ানো হবে।

ঝালকাঠি সদর হাসপাতালে ডেঙ্গু ইউনিটে ভর্তি হয়ে চিকিৎসা সেবা নিচ্ছেন রোগীরা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo