৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৪:০০
শিরোনামঃ

বরিশালে বেলবিউ মেডিকেল সার্ভিসেসসহ ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, অক্টোবর ১২, ২০২২,
  • 258 সংবাদটি পঠিক হয়েছে

 

বরিশালের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল মহানগরীর বেলভিউ গলি, সদর রোড এবং চকবাজার এলাকায় পরিচালিত বাজার তদারকিমূলক অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর বিভিন্ন ধারা লংঘনের অপরাধে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে ১,৬৬,০০০/- টাকা জরিমানা আরোপ করা হয়।

 

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) অর্পিত ক্ষমতাবলে এবং বরিশাল জেলা প্রশাসকের নির্দেশনায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক অপূর্ব অধিকারী, সহকারী পরিচালক সুমি রানী মিত্র এবং জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃশাহ্ শোয়াইব মিয়া।

অতিরিক্ত দামে বিদেশি সার্জিকাল সুতা বিক্রেয়ের বিষয়ে একজন ভোক্তা লিখিত অভিযোগ করেন। অভিযোগ সূত্রে জানা যায় সিজারের জন্য প্রয়োজনীয় সার্জিকাল সুতা অভিযুক্ত প্রতিষ্ঠান বেলবিউ মেডিকেল সার্ভিসেস রাখে ৯০০/- টাকা কিন্তু একই সার্জিকাল সুতা মেডিকেল সংলগ্ন লিমন মেডিকেল হল বিক্রয় করছেন ৩৫০/- টাকা দামে।আভিযোগের প্রেক্ষিতে সরেজমিন তদন্তে গিয়ে দেখা যায় বিক্রত বিদেশি সার্জিকাল সুতার মোড়কে আমদানি কারক কর্তৃক নির্ধারিত সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকায় অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করা হয়েছে।

এমআরপি বিহীন পণ্য অতিরিক্ত দামে বিক্রয়ের অপরাধে বেলবিউ মেডিকেল সার্ভিসেসকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। বরিশাল বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক সুমি রানী মিত্র। অভিযোগকারীকে জরিমানার ২৫% অর্থ ১২,৫০০/- টাকা আইনানুযায়ী প্রদান করেন।

অভিযান চলাকালে বিদেশী কসমেটিকসের মোড়কে আমদানি কারকের তথ্য,সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য না থাকার অপরাধে হরে কৃষ্ণ কসমেটিককে ১লাখ, বেলাল কসমেটিকসকে ৪ হাজার, তপন কসমেটিকসকে ৪ হাজার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পণ্য প্রক্রিয়াকরণ ও সংরক্ষণ করার অপরাধে পাকঘর রেস্টুরেন্টকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন ১০ এপিবিএন বরিশালের একটি টিম।। অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মাঝে ভোক্তা অধিকার আইন সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo