বরিশালের গৌরনদীতে মোটর সাইকেল চালানো শিখতে গিয়ে ইমন শেখ (২২) নামে এক টেইলার্স শ্রমিক নিহত হয়েছে। মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলা পরিষদ গেট এলাকায় পুবালী ব্যাংকের সামনে গৌরনদী বন্দর সড়কে এ দুর্ঘটনা ঘটে। ইমন পিরোজপুর জেলা সদর থানার পশ্চিম দুর্গাপুর এলাকার শাখওয়াত শেখের ছেলে।
গৌরনদী থানার ডিউটি অফিসার এসআই কামাল হোসেন জানান, গৌরনদী বন্দরের এক টেইলার্স দোকানের শ্রমিক ইমন শেখ (২২) মঙ্গলবার দিবাগত রাত ২ দিকে গৌরনদী বন্দর সড়কে মোটর সাইকেল চালানো শিখতে ছিলো। এ সময় মোটর সাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে উপজেলা পরিষদ গেট এলাকায় পুবালী ব্যাংকের সামনে সড়কের ওপর আঁচড়ে পড়ে।
এতে টেইলার্স শ্রমিক ইমন শেখ গুরুতর আহত হয়। আশঙ্কাজনক অবস্থায় ইমনকে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। বুধবার ভোররাত সোয় ৪টার দিকে বরিশাল শেবাচিম হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে বরিশাল কোতোয়ালী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে এস.আই কামাল হোসেন জানান।