৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৩৩
শিরোনামঃ

পবায় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, অক্টোবর ২৩, ২০২২,
  • 258 সংবাদটি পঠিক হয়েছে

জাকির হোসেন পবা প্রতিনিধিঃরাজশাহীর পবা উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের আফি নেপাল পাড়া উচ্চ বিদ্যালয় মাঠে শনিবার সারাদিন ব্যাপি আফি নেপালপাড়া অগ্রদুত সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট-২০২২ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় যে দুটি অংশ গ্রহন করেন তারা হলেন আফি নেপাল পাড়া অগ্রদুত সংঘ দল ও ইকবাল একাদশ দল।সভাপতি আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও হুজুরীপাড়া ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফার পৃষ্ঠপোষকতায়।

খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আয়েন উদ্দিন এমপি সংসদ সদস্য পবা মোহনপুর রাজশাহী-৩।বিশেষ অতিথি ছিলেন ,নওহাটা পৌরসভার মাননীয় মেয়র হাপিজুর রহমান (হাপিজ),ও পবা উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী, শেকান্দার আলী,ইসমাইল হোসেন,ইকবাল ইসলাম, আবু মোস্তফা,জাকির হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন তাইজুল ইসলাম, আপেল মাহমুদ রতন,হাফিজুর রহমান (হাফিজ),রাসেল রহমান(লিটন),নাসির, জাহিদ,মিসুক,আব্দুল্লাহ, মিজানুর রহমান প্রমূখ।

খেলায় প্রধান রেফারীর দায়িত্ব পালন করেন মিলন ইসলাম, এবং ধারা বিবরনীতে ছিলেন রনি,সেন্টু,।খেলা ট্রাইবেকারে গড়ায় এবং ট্রাইবেকারে ইকবাল একাদশকে হারিয়ে টুনামের্ন্টে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন আফি নেপাল পাড়া অগ্রদুত সংঘ।

খেলায় ম্যানঅফদা ম্যাচ নির্বাচিত হয়েছেন মোঃ লিটন।শেখ হাসিনার নির্দেশ, মাদক মুক্ত গড়বো দেশ।মাদক কে না বলি, খেলার মাঠে ফিরে আসি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo