৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:১৯
শিরোনামঃ

উত্তরবঙ্গে বৃহত্তর কালীপূজা লালপুরে, ৩৩ ফুট লম্বা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, অক্টোবর ৩১, ২০২২,
  • 272 সংবাদটি পঠিক হয়েছে

এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরের বুধপাড়া বৃহত্তর কালী মন্দিরে সাতদিন ব্যাপী ৫৩৩ তম কালীপূজা উদযাপিত হয়েছে। এবছর ৩৩ ফুট হাতের হিসেবে ২২ হাত লম্বা প্রতিমা উত্তরবঙ্গের সবচেয়ে বড় প্রতিমা বলে জানা গেছে।

সরেজমিনে দেখা যায়, ঢাক ঢোল, শঙ্ক আর উলু ধ্বনিতে মুখরিত মন্দির প্রাঙ্গণ।আসপাশেই বসছে প্রায় ১ কিলোমিটার বেপি মেলা। ভক্তকুল আর দর্শনার্থীতে সরগরম পুরো এলাকা।
এবিষয়ে লালপুর উপজেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক প্রদীপ কুমার সরকার বলেন, উত্তরবঙ্গের সবচেয়ে বড় কালীপূজো হচ্ছে এখানে। যার উচ্চতা প্রায় ৩৩ ফুট- হাতের হিসেবে ২২ হাত, পাক-ভারত উপমহাদেশের প্রাচীনতম ধর্মীয় প্রতিষ্ঠানগুলির অন্যতম এই মন্দিরে পূজা চলাকালীন ২ শতাধিক পাঁঠা বলি হয়ে থাকে। এছাড়া শুভশক্তির বিজয়ের এ দেবীকে মিষ্টান্ন, অন্ন বা লুচি, মাছ ও মাংস উৎসর্গ করা হয়। এখানে দূরদুরান্ত এমনকি দেশের বাহিরের থেকেও অনেক ভক্তরা অর্চনা দিতে আসেন এখানে।

মন্দির কমিটি সূত্রে জানা যায়, নবাবী আমলে বর্গি হাঙ্গামায় ভারতের মুর্শিদবাদের বহরমপুর খাগড়া থেকে ৬০ ঘর কাঁসা শিল্পী উপজেলার বুধপাড়ায় বসতি গড়েন। তাঁরা বঙ্গাব্দ ৮৯৭ সালে (১৪৯০ খ্রি.) অর্থাৎ ৫৩৩ বছর আগে শ্রীষচন্দ্র চক্রবর্তীর দানকৃত জমিতে কালীপূজা অর্চনার জন্য মন্দির নির্মান করেন। বাংলা ১৩৩২ সালে জনৈক লাল কেনেডিয়ার স্ত্রী জানকী বাঈ-এর অনুদানে মন্দিরটি পাকা করা হয়। প্রতি বছর কার্তিক মাসে কালীপূজা ও সপ্তাহ ব্যাপী মেলা চলে। তবে প্রাচীনতম এই মন্দিরের উন্নয়নকল্পের হাজার বিঘা জমি বেদখলে রয়েছে বলে জানায় সংশ্লিষ্টরা।
এবিষয়ে মন্দির কমিটির সাধারণ সম্পাদক আনন্দ মোহন সাহা বলেন, দুয়ারিয়া, মহেশ্বর, টিটিয়া, বুধিরামপুর, বৈদ্যনাথপুর, গোপালপুর ও গুরুদাসপুর মৌজায় মন্দিরের নামে প্রায় দেড় হাজার বিঘা জমি রয়েছে। মন্দির চত্ত্বরের প্রায় আট বিঘা জমি ছাড়া সব বেদখল হয়ে আছে। এবিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধারে

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo