৮ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:৫৭
শিরোনামঃ

এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ইসলামী ছাত্র আন্দোলনের পরীক্ষা সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, নভেম্বর ২, ২০২২,
  • 188 সংবাদটি পঠিক হয়েছে

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , এয়ারপোর্ট থানার আয়োজনে এসএসসি/ আলীম-২২ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া  অনুষ্ঠিত ।

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, বরিশাল মহানগর এর আয়োজনে শিক্ষা প্রতিষ্ঠান প্রতিনিধি সভা প্রতিষ্ঠিত।

 

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, এয়ারপোর্ট থানার সভাপতি মুহাম্মদ নাঈমুল ইসলাম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক- মুহাম্মাদ জহিরুল ইসলাম জিহাদ এর সঞ্চালনায় এইচএসসি/আলিম২২ পরীক্ষার্থীদের মাঝে পরীক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২ নভেম্বর) সকাল ১০টায় পশ্চিম ইছাকাঠি জামে মসজিদ,২৯নং, বিসিসি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ , বরিশাল মহানগর এর কেন্দ্রীয় সহ-সভাপতি মুহাম্মদ জাহিদুল ইসলাম।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন; বাংলাদেশে উচ্চশিক্ষা অর্জনের হার যেমন বাড়ছে, তেমন উচ্চশিক্ষিতদের বেকারত্বের হার জ্যামিতিক হারে বৃদ্ধি পাচ্ছে। উচ্চশিক্ষা এখন আর চাকরি পাওয়ার নিশ্চতা দিতে পারছে না।তরুণরা যত বেশি শিক্ষিত হচ্ছে, তত বেশি বেকার থাকার ঝুঁকি তৈরি হচ্ছে।বাংলাদেশে ৪৭% গ্রাজুয়েট বেকার। মোট তরুণ বেকার ৭ কোটি ৩০ লক্ষ।যে যত বেশি শিক্ষিত সে ততই বেকার। শিক্ষার্থীরা শুধু সার্টিফিকেট পাচ্ছে, তারা নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী শিক্ষা পাচ্ছে না।

তাই শিক্ষার গুনগত মান বৃদ্ধি করতে নৈতিকতা সমৃদ্ধ কর্মমুখী শিক্ষানীতি প্রণয়ন করা সময়ের অপরিহার্য দাবি।

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এয়ারপোর্ট থানার  সহ-সভাপতি এএইচএম কায়েস  দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক মুহাম্মদ রাকিবুল ইসলাম  প্রকাশনা ও দফতর সম্পাদক মুহাম্মাদ জিহাদুল ইসলাম অর্থ ও কল্যাণ সম্পাদক মুহাম্মদ তাওফীকুল ইসলাম জিসান, কলেজ সম্পাদক মুহাম্মাদ আমিনুল ইসলাম বুলবুল, সদস্য মুহাম্মাদ সিয়াম ইসলাম এবং ওয়ার্ড শাখার নেতৃবৃন্দ।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo