৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:৪৯
শিরোনামঃ

ভোলায় ছাত্রদল সভাপতির মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, আগস্ট ৪, ২০২২,
  • 206 সংবাদটি পঠিক হয়েছে

ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের (৩৮) মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশের গুলিতে আহত চিকিৎসাধীন আলমের মৃত্যু হয় বুধবার (০৩ আগস্ট)।

ওইদিন রাতেই ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে বেসরকারি কমফোর্ট হাসপাতাল থেকে মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠায় পুলিশ।

নিহতের বড় ভাই আবুল কাশেম জানান, তাদের বাবা মৃত আবু সালেহ ও মা মৃত আফরোজা বেগম। নুরে আলম তাঁর স্ত্রী সিফাত ও একমাত্র মেয়ে আফরাসহ (৫) পরিবারের সবাইকে নিয়ে গ্রামের বাড়ি ভোলার সদর চর নোয়াবাদ গ্রামে থাকতেন। ৪ ভাই ও ৪ বোনের মধ্যে তিনি ছিলেন সবার ছোট।

বড় ভাই আবুল কাশেম বলেন, নুরে আলমকে ভোলার সবাই খুব পছন্দ করতো। ১৫ বছর রাজনীতি জীবন ছিলো তাঁর। আমিও অনেক আগে রাজনীতি করতাম। এটা এতো খারাপ, এতো, কলুষিত- এজন্য ছেড়ে দিয়েছি।

গত ৩১ জুলাই ভোলায় বিএনপি ও পুলিশের সংঘর্ষের ঘটনায় গুলিবিদ্ধ হন ভোলা জেলা ছাত্রদলের সভাপতি নুরে আলম। তাঁকে ওই দিন রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কমফোর্ট হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বেলা ৩টায় তাঁর মৃত্যু হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুত হাওলাদার জানান, নুরে আলমের মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজের মর্চুয়ারীতে রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার মৃতদেহের ময়নাতদন্ত হবে। পরে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

 

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo