বরিশালে ১৫০ পিস ইয়াবাসহ এক কারবারিকে গ্রেফতার করেছে এয়ারপোর্ট থানা পুলিশ। মঙ্গলবার (৮ নভেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে নগরীর চহঠা খালপাড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে বৃহস্পতিবার (১০ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মেট্রোপলিটন মিডিয়া সেল।
গ্রেফতারকৃত হল, বরিশাল সিটি করপোরেশনের ৩০ নং ওয়ার্ড পশ্চিম চহঠা এলাকার তালুকদার বাড়ীর মো. মুনসুর তালুকদারের ছেলে মো. মাসুদ তালুকদার (৩৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত সাড়ে ১০ টার দিকে চহঠা এলাকার মিল জামালের দোকানের সামনে অভিযান চালায় এয়ারপোর্ট থানা পুলিশের একটি টিম। এসময় মাসুদ তালুকদারকে ১৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা করা হয়।
এঘটনায় মাসুদ তালুকদারকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে । এই মামলায় বুধবার সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানান পুলিশ।