নিজস্ব প্রতিবেদকঃ শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বরিশাল সদর উপজেলা শাখা কমিটির অনুমোদন দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) বিকেলে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ জেলা কমিটির সভাপতি এ্যাডভোকেট সজল মাহামুদ ও সাধারণ সম্পাদক মোস্তাক আহাম্মেদ রিপন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বরিশাল সদর উপজেলা শাখা কমিটিতে সভাপতি হিসেবে মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রয়েলকে মনোনিত করা হয়েছে।
পাশাপাশি এ কমিটির মেয়াদ তিন বছর বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ বরিশাল সদর উপজেলা শাখা কমিটি তিন বছরের জন্য জেলা কমিটির সিন্ধান্ত মোতাবেক অনুমোদন দেয়া হলো।
কমিটির সভাপতি মো. রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. আনোয়ার হোসেন রয়েল। এর আগে এদিন বিকেল ৪ টার দিকে বরিশাল আইনজীবী সমিতিতে কমিটির অনুমোদন পত্র নবাগত সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।