৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৯:৪৫
শিরোনামঃ

গৌরনদীতে অদ্ভুত ছাগল ছানার জন্ম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, নভেম্বর ২০, ২০২২,
  • 182 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের গৌরনদী পৌরসভার কাসেমাবাদ মহল্লার দিনমজুর শাহাদাত সরদারের পালিত একটি ছাগল অদ্ভুত বাচ্চা জন্ম দিয়েছে। অদ্ভুত ছাগল ছানাটি এক নজর দেখার জন্য ওই দিনমজুরের বাড়ীতে উৎসুক জনতা ভীর করছেন।

দিনমজুর শাহাদাতারের মা রেহানা বেগম (৬৫) জানান, গত আট মাস যাবত তার ছেলে শাহাদাত বর্গা ভাগায় একটি বকরী পালন করে আসছে। ছয়মাস আগে বকরীটি গর্ভবতী হয়। শনিবার (১৯ নভেম্বর) দুপুরে বকরীটি দুইটি ছানা জন্ম দেয়। এরমধ্যে একটি ছানা জন্ম নেওয়ার পরপরই মারা যায় এবং অপরটি দেখতে অদ্ভুত হওয়ায় ছাগল ছানাটি এক নজর দেখার জন্য তার ছেলে শাহাদাতের বাড়ীতে গতকাল থেকে স্থানীয়রা ভীর করছেন।

সরেজমিন দেখা গেছে, অদ্ভুতভাবে জন্ম নেওয়া ছানাটির নাকের মধ্যে দিয়ে জিব্বা বের হয়ে গেছে। দুই চোখ না থাকলেও কপালের উপর অস্পষ্ট চোখের আকৃতি রয়েছে। মুখ না থাকায় বাচ্চাটি খেতে পারছেনা। চার পা থাকলেও বাচ্চাটি উঠে দাড়াতে পারছেনা।

এ বিষয়ে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মিজানুর রহমান জানান, অ্যাবনরমাল শুক্রানু ডিম্বানুকে নিষিক্ত করে তখন এ ধরনের বিচিত্র আকৃতির ছাগলছানার জন্ম হতে পারে। তবে এটা সচরাচর দেখা যায়না।

তিনি আরও জানান, ছানাটি সুস্থ রাখতে আমাদের সঙ্গে যোগাযোগ করলে উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে সব ধরনের পরামর্শ ও সহযোগিতা দেয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo