৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ২:৩২
শিরোনামঃ

বরিশালে যুবদল নেতাকে কুপিয়ে জখম: স্ত্রীকে গলা কে‌টে হত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২,
  • 188 সংবাদটি পঠিক হয়েছে

বরিশালের বাবুগঞ্জে যুবদলের নেতাকে কুপিয়ে জখম এবং স্ত্রীকে গলা কেটে হত্যা করে টাকা-স্বর্ণালংকার লুট করেছে ডাকাতরা। পুলিশ বলছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড উপজেলার দেহেরগতি ইউনিয়নের রাকুদিয়া গ্রামে সোমবার রাত দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

৩০ বছর বয়সী গৃহবধূ মারুফা বেগম রাকুদিয়া গ্রামের বাসিন্দা। তিনি রড সিমেন্টের ব্যবসায়ী ও উপ‌জেলা যুবদলের নেতা সাংগঠনিক সম্পাদক মিলন খানের স্ত্রী।

বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান এসব তথ্য নছিহত করেছেন।

মিলনের ভাই সবুজ খান জানান, রাত দেড়টার দিকে বাসার কলাপসিবল গেট ভেঙে ডাকাতদল প্রবেশ করে। ডাকাতরা বাসায় থাকা নগদ আড়াই লাখ টাকা ও তিন ভরি ওজনের স্বর্ণালংকার লুট করার সময় মারুফা তাদের বাধা দেয়। তখন তার গলা কেটে হত্যা করে ডাকাতরা। মারুফাকে রক্ষায় স্বামী মি‌লন এগিয়ে গেলে তাকেও কুপিয়েছে ডাকাতরা।

আহত মিলন খান বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি রয়েছে। মারুফা ৮ ও ৪ বছর বয়সী দুই ছেলের জননী। সে মিলন খানের দ্বিতীয় স্ত্রী।

ওসি মাহাবুবুর রহমান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। হাসপাতালে চিকিৎসাধীন মিলন খান পুলিশের নজরদারিতে রয়েছে।’

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ‘পারিবারিক বিরোধ ছিল। এরই জেরে এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত চলছে।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo