নিজস্ব প্রতিবেদকঃ বানারীপাড়ায় সরকারি ফজলুল হক কলেজে বিপুল উৎসাহ উদ্দীপনা এবং বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে মহান বিজয় দিবস পালিত হয়েছে।
শুক্রবার (১৬ ডিসেম্বর) কলেজ ক্যাম্পাসে বঙ্গবন্ধুর ছবিতে ফুল দিয়ে মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অত্র কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
এরপর সকাল ৯ টার দিকে কলেজ হল রুমে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন কলেজ অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ আবদুর রব, উপাধ্যক্ষ এ.এস.এম হাবিবুল ইসলাম, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ছাত্র-ছাত্রী ও ছাত্রলীগ নেতা মেহেদী হাসান, পারভেজ মল্লিক, রাকিব প্রমুখ।
পরে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন বিষয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।