নিজস্ব প্রতিবেদক : বানারীপাড়ায় থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলামের নেতৃত্বে সাজা প্রাপ্ত এক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামী মোঃ জাহিদুল ইসলাম বরিশাল জেলার বানারীপাড়া উপজেলার চাখার ইউনিয়নের জাহাঙ্গীর সিকদারের ছেলে।
রবিবার (২৫ ডিসেম্বর ) বেলা ১২.৩০ ঘটিকায় গোপালগঞ্জ সদর থানা থেকে তাকে আটক করা হয়।
বানারীপাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) শফিকুল ইসলাম জানান, জাহিদুল ইসলাম ১ বছরের সাজা প্রাপ্ত এবং ২৯,০০,০০০ টাকার জরিমানা প্রাপ্ত পলাতক আসামি ছিল। গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। আটককৃত আসামীকে তাৎক্ষণিক আদালতে প্রেরন করা হয়েছে।