৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:২৭
শিরোনামঃ

বরগুনায় দোকানে আগুন, ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, জানুয়ারি ৩০, ২০২৩,
  • 178 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনা পৌর শহরের এরশাদ মার্কেট আগুন লেগে মো. ইব্রাহিম খলিল ফুয়াদের সারামণি টেলিকম অ্যান্ড ইলেক্ট্রনিক্স দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

রোববার (২৯ জানুয়ারি) রাত ১১টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

ব্যবসায়ীরা জানান, রাতে দোকানপাট বন্ধ করে বাড়িতে ফিরছিলেন তারা। এ সময় আগুন লাগার খবর পেয়ে ব্যবসায়ী, ফায়ার সার্ভিসের সদস্য, প্রশাসনের সদস্যসহ সবার চেষ্টায় কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে এর মধ্যে দোকানঘরটির একটি অংশ পুড়ে ছাই হয়ে যায়। মোবাইলের দোকান থাকায় পানির কারণে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

উপজেলা ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কর্মকর্তা মো. জাহাঙ্গীর আহমেদ বলেন, খবর পেয়েই আমরা সাথে সাথে ছুটে আসি এবং আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছি। বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে।

ক্ষতিগ্রস্ত ঘর মালিক ইব্রাহিম খলিল ফুয়াদ বলেন, আমি দোকান বন্ধ করে বাড়ি যাচ্ছিলাম। হঠাৎ ধোঁয়া দেখে দোকানটি খুলে দেখি আগুন। ফায়ার সার্ভিসকে ফোন দিলে তারা এসে এবং ব্যবসায়ীরা মিলে আগুন নিয়ন্ত্রণে এনেছে। আমার মোবাইলের দোকানে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল। এতে প্রায় ২০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে অনুমান করছি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo