৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১১:৪৬
শিরোনামঃ

বরিশালে প্রশিক্ষণের সময় প্রাণ গেল ক্যাডেট কলেজ শিক্ষার্থীর

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, ফেব্রুয়ারি ৮, ২০২৩,
  • 183 সংবাদটি পঠিক হয়েছে

ক্রীড়া প্রশিক্ষণের সময় দড়ি ফসকে ধাতব দণ্ডের ওপর পড়ে সালমান জুবায়ের (১৫) নামে বরিশাল ক্যাডেট কলেজে অধ্যয়নরত এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবু রায়হান আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

সালমান পটুয়াখালীর গলাচিপা উপজেলার গলাচিপা সরকারি ডিগ্রি কলেজের ইংরেজি বিভাগের প্রধান মো. শাহজালাল ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মনিরা বেগম দম্পতির বড় ছেলে। সালমান ২০২০ সালে সারা দেশে ক্যাডেট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিলেন।

বরিশাল ক্যাডেট কলেজের অধ্যক্ষ লে. কর্নেল আবু রায়হান আহমেদ বলেন, প্রশিক্ষণের সময় গুরুতর আহত হওয়ার পর তাকে প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে শেখ হাসিনা সেনানিবাসে অবস্থিত হাসপাতালে ভর্তি করা হয়।

ক্যাডেট কলেজের ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নিজাম উদ্দিন ফুয়াদ বলেন, দশম শ্রেণির ওই শিক্ষার্থী প্রশিক্ষণের সময় পড়ে গিয়ে গুরুতর আহত হয়। সে মাথায় ও মুখে আঘাত পায়। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সালমান। তার মৃত্যুতে আমরা সকলেই শোকাহত। অসাধারণ মেধাবী ছিল সালমান।

শেখ হাসিনা সেনানিবাসের হাসপাতালের দায়িত্বশীল সূত্রে জানা গেছে, বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সালমানকে মৃত ঘোষণা করা হয়েছিল। তবে তাকে সিএমএইচে নিয়ে আসার পরও বেঁচে ছিল। এখানে চিকিৎসাধীন অবস্থায় মাঝরাতে মারা যায় সালমান।

সালমানের বাবা মো. শাহজালাল বলেন, আমরা মরদেহ বুঝে নিয়ে আজ (বুধবার) দুপুরে দাফন সম্পন্ন করেছি। কারো বিরুদ্ধে অভিযোগ আছে কি না তা পরে জানাব। আমাদের পুরো পরিবার হতবিহ্বল। পিতার কাঁধে সন্তানের মরদেহ যে কতটা মর্মান্তিক তা প্রকাশ করতে পারব না। এই মুহূর্তে আমি অন্য কোনো বিষয়ে কিছু বলতে চাই না।

বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন বলেন, ক্যাডেট কলেজের এক ছাত্র প্রশিক্ষণের সময় লোহার কোনো দণ্ডে আঘাত পেয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে বলে জেনেছি। তবে ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের কিছু জানায়নি।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo