বরিশালের গৌরনদীতে মোটরসাইকেলের ধাক্কায় হাফেজ মো. সাইদুর রহমান মীর (৮০) নামে একজন মসজিদের ইমাম নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেল চালক।
বুধবার সকালে উপজেলার সদর- হোসনাবাদ সড়কে এ দুর্ঘটনা ঘটে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহত মো. সাইদুর রহমান মীরের বাড়ি উপজেলার পূর্ব গরঙ্গল গ্রামে। তিনি ওই গ্রামের মীরা বাড়ির মৃত মোবারক আলী মীরের ছেলে ও মীরা বাড়ি জামে মসজিদের ইমাম।
প্রত্যক্ষদর্শীরা জানায়, হাফেজ মো. সাইদুর রহমান (৮০) সকাল সাড়ে ৯টার দিকে বোরাদী গরঙ্গল মৃধার বাজার থেকে মাছ কিনে হেঁটে বাড়ি ফিরছিলেন। তিনি বাড়ির সামনে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা দ্রুত গতির একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কের ওপর পড়ে আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে দ্রুত গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হাফেজ মো. সাইদুর রহমান মীরকে মৃত বলে ঘোষণা করেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত চালক কোথায় চিকিৎসা নিচ্ছেন তা জানা যায়নি। ঘটনার পর ক্ষুব্দ এলাকাবাসী মেটরসাইকেলটি জব্দ করেছে।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. আফজাল হোসেন বলেন, দুর্ঘটনার কথা জেনে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ দুর্ঘটনার জন্য ক্ষতিগ্রস্ত পরিবার কাউকে দায়ী করেনি। তারা কোনো মামলা মোকদ্দমা দিবে না বলেও জানিয়েছে।