৬ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ৩:১০
শিরোনামঃ

রাজধানীতে তৃতীয় লিঙ্গের ৯০ ভাগই নকল

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৩,
  • 177 সংবাদটি পঠিক হয়েছে

রাজধানীতে তৃতীয় লিঙ্গের ৯০ ভাগই নকল। এরা আসলে পুরুষ, নির্বিঘ্নে অপরাধ করতে ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ এড়াতে তৃতীয় লিঙ্গ সেজে থাকে।

এ তথ্য জানিয়েছেন ঢাকা মহানগর ডিবি পুলিশের ওয়ারী বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ আশরাফ হোসেন।

তিনি জানান, যাত্রাবাড়ী থানার একটি মামলা তদন্ত করতে গিয়ে শুক্রবার নকল তৃতীয় লিঙ্গের ৬ সদস্যকে গ্রেফতার করে ডিবি পুলিশ। এরা সবাই পরিবার নিয়ে বসবাস করে। এরাই তৃতীয় লিঙ্গ সেজে চাঁদাবাজি করতে রাস্তায় বের হয়।

ডিসি আশরাফ জানান, চক্রটির প্রধান কাজল ওরফে সজনি হিজড়া। তার আসল নাম সোহাগ। দুই সন্তানের জনক সোহাগের রয়েছে ৭-৮জনের চক্র। তারা চাঁদাবাজিসহ মানুষকে নানাভাবে ব্ল্যাকমেইল করে আসছিল। তার মতো আরো ৭-৮ জনকে নিয়ে নকল হিজড়া গ্রুপ তৈরি করে এই সোহাগ। এরপর রাজধানীর বিভিন্ন রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট থেকে শুরু করে যেখানে-সেখানে মানুষকে নাজেহাল করে।

শুধু রাস্তায় বা বাসায় চাঁদাবাজি নয়, অপহরণের মাধ্যমেও লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে সোহাগের চক্রটি। এমনকি চাঁদাবাজির টাকা চড়া সুদে খাটানোরও প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo