৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:১৬
শিরোনামঃ

প্রেমিকের টানে ইন্দোনেশিয়ান তরুণী পটুয়াখালীতে

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩,
  • 179 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর বাউফলের তরুণ মো. ইমরান হোসেনকে বিয়ে করতে বাংলাদেশে আসছেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগ রাত ১২টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছানোর কথা।

উপজেলার দাসপাড়া ইউনিয়নের খাজুরবাড়িয়া গ্রামে ইমরানের বাড়িতে বইছে বিয়ের উৎসবের আমেজ। ইতোমধ্যে এলাকাসহ আত্মীয় স্বজনদের বিয়ের দাওয়াতপত্র বিতরণ করা সম্পন্ন হয়েছে।

জানা গেছে, ২০১৭ সালের ডিসেম্বরে প্রথম প্রেমের টানে পটুয়াখালীর বাউফলের মো. ইমরান হোসেনের কাছে এসেছিলেন ইন্দোনেশিয়ার তরুণী নিকি উল ফিয়া। তখন ইমরানের বিয়ের বয়স না হওয়ায় তাকে ফিরে যেতে হয় নিজ দেশে।

দাওয়াতপত্র অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (২ মার্চ) তাদের বিয়ের আনুষ্ঠানিকতা হবে। ইমরানের বাবার নাম দেলোয়ার হোসেন। ইমরান উদ্ভিদবিজ্ঞান বিষয়ে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। বর্তমানে ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে তিনি চাকরি করেন।

মুঠোফোনে মো. ইমরান বলেন, ২০১৬ সালে ফেসবুকে ইন্দোনেশিয়ার মেয়ে নিকির সঙ্গে তার পরিচয় হয়। পরিচয়ের পর বন্ধুত্ব, একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে তারা বিয়ে করার সিদ্ধান্ত নেন। তার পরিবারের কোনো আপত্তি না থাকায় ২০১৭ সালের ১ ডিসেম্বর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন নিকি উল ফিয়া। সেখান থেকে ইমরান তাকে বাউফলের বাড়িতে নিয়ে আসেন। ওই সময় তার ২১ বছর না হওয়ায় বিয়ে করতে পারেননি। তখন ফিরে যান নিকি।

বর্তমানে ইমরানের বয়স ২৫ বছর। আর নিকি উল ফিয়ার বয়স ২৩ বছর। নিকি ইন্দোনেশিয়ার সুরাবায়া প্রদেশের জেম্বার এলাকার বাসিন্দা ইউলিয়ানতোর মেয়ে। তার মায়ের নাম শ্রীআনি।

ইমরান বলেন, ‘নিকি বাংলাদেশের উদ্দেশে রওনা হয়েছে। সব ঠিকঠাক থাকলে সোমবার দিবাগত রাত ১২টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে নিকি। তাকে নিয়ে আগামীকাল মঙ্গলবার বাউফল যাব।’

ইমরানের বাবা দেলোয়ার হোসেন বলেন, ‘নিকি চলে যাওয়ার পরও ছেলে ও আমাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছে। আমাদের সঙ্গে ওর বাবা-মায়েরও হোয়াটসঅ্যাপে ভিডিও কলে নিয়মিত কথা হয়। তাদের সঙ্গে কথা বলেই বিয়ের দিন ঠিক করে আত্মীয়স্বজনদের দাওয়াত দিয়েছি।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo