বরিশালে ৪ কেজি গাঁজাসহ এক দম্পতিকে আটক করেছে মেট্রোপলিটন বন্দর থানা পুলিশ। শুক্রবার (৩ মার্চ) রাত পৌঁনে ৯ টার দিকে ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল হোসেনের চায়ের দোকানের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো, চরকাউয়া ২ নং ওয়ার্ডের মো. আলী হোসেন শরীফের ছেলে মো. রাজু শরীফ(৩৩) ও তার স্ত্রী লাকী আক্তার (৩৩) ।
শনিবার (৪ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বিএমপির মিডিয়িা সেল।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত পৌঁনে ৯ টার দিকে ৭নং চরকাউয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের আবুল হোসেনের চায়ের দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এসময় ৪ কেজি গাঁজাসহ মো. রাজু শরীফ ও তার স্ত্রী লাকী আক্তারকে আাটক করা হয়। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন জানিয়েছেন পুলিশ।