৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ বিকাল ৫:৫৮
শিরোনামঃ

পাল্টে যাচ্ছে রুপাতলী বাস টার্মিনালের নাম

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, মার্চ ৮, ২০২৩,
  • 181 সংবাদটি পঠিক হয়েছে

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: বরিশাল নগরীর রুপাতলী বাস টার্মিনালের নাম পরিবর্তনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। টার্মিনালটি বরিশালের আগৈলঝাড়া-গৌরনদী আসনের সাংসদ আবুল হাসানাত আব্দুল্লাহ’র নামে নামকরণ হতে যাচ্ছে, যিঁনি বরিশাল সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র পিতা।

গত ৫ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) চতুর্থ পরিষদের সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। মঙ্গলবার (৭ মার্চ) বরিশাল সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা স্বপন কুমার দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ৫ মার্চ বরিশাল সিটি কর্পোরেশনের চতুর্থ পরিষদের ২০ তম সাধারণ সভায় সংশ্লিষ্ট ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর এম সাইদুর রহমান জাকির ‘রুপাতলী বাস টার্মিনাল’টি নাম পরিবর্তন করে মন্ত্রী পদমর্যাদার ব্যক্তি বরিশাল জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ’র নামকরণে প্রস্তাব রাখেন। এতে ১২ নং ওয়ার্ড কাউন্সিলর জাকির হোসেন জোরালো সমর্থন জানিয়েছেন। পাশাপাশি সভায় অংশগ্রহণকারী সকলেই এমন প্রস্তাবে সমর্থন দেন। এর প্রেক্ষিতেই বাস টার্মিনালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত গৃহীত হয়।

বিসিসির একটি দায়িত্বশীল সূত্র জানায়, কিছুদিন পূর্বে সিটি মেয়র টার্মিনালটি আধুনিকায়নে উদ্যোগ গ্রহণ করেন। এবং ইতিমধ্যে সেখানকার উন্নয়নকাজ শুরু হয়েছে। এরই মধ্যে টার্মিনালটির নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিল সিটি কর্পোরেশন।

এখন যাঁর নামে টার্মিনালটি নামকরণ হতে যাচ্ছে, ‘তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই এবং পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়ন পরীবিক্ষণ কমিটির আহ্বায়ক (মন্ত্রী মর্যাদা) আবুল হাসানাত আব্দুল্লাহ। তাছাড়া তিঁনি বীর মুক্তিযোদ্ধাও।’

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo