৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:১৪
শিরোনামঃ

বরগুনায় দুটি মৃত হরিণ উদ্ধার

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩,
  • 173 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনার পাথরঘাটা উপজেলার হরিণঘাটা ইকোপার্কের বন থেকে দুটি মৃত হরিণ উদ্ধার করেছে বনকর্মীরা।

সোমবার (২০মার্চ) দুপুরের দিকে হরিণের দুটি মরদেহ উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার।

স্থানীয়রা জানান, কিছু অসাধু লোক খালে বিষ দিয়ে মাছ শিকার করে। হরিণ দুটি সম্ভবত সেই খাল থেকে পানি পান করায় মারা গেছে।

বনবিভাগ সূত্রে জানা যায়, হরিণঘাটা বনের জিনতলা এলাকায় দুটি মৃত হরিণ দেখতে পায় স্থানীয়রা। পরে আমাদের অবহিত করে। জঙ্গলের ভেতরে খালের পাড় থেকে দুটি হরিণ উদ্ধার করে পাথরঘাটা ফরেস্ট অফিসে নিয়ে আসি।

পাথরঘাটা সদর বিট কর্মকর্তা মুহিদুর রহমান জানান, পাথরঘাটায় মুসলধারায় বৃষ্টি হওয়ায় বনের ভেতর থেকে খুঁজে বের করতে একটু বেগ পোহাতে হয়েছে। হরিণ দুটি বনের ভেতরে খালের পাড়ে একটি থেকে অপরটি ২০ হাত দূরত্বে পাওয়া গেছে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুফল চন্দ্র গোলদার জানান, মৃত হরিণ দুটির মৃত্যুর কারণ উদঘাটনের জন্য স্যাম্পল সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। রিপোর্ট পেলে কারণ জানা যাবে। এছাড়া বন বিভাগের আইন অনুযায়ী হরিণগুলোর চামড়া ও শিং সংরক্ষণ করে রাখা হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo