বরিশালের উজিরপুরে সন্ধ্যা নদীতে যাত্রীবাহী লঞ্চ মর্নিং সান ৯ ও বাল্কহেডের সংঘর্ষের ঘটনায় নিখোঁজ দুই জনকে ও বাল্কহেডটি উদ্ধারে অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এদিকে বিআইডব্লিউটিএর সহায়তায় লঞ্চটির তলায় ফেটে যাওয়া অংশ মেরামত করে ভোররাতে ছেড়ে গেছে বলে জানিয়েছেন উজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. আলী আর্শাদ।
তিনি বলেন, সোমবার (৮ আগস্ট) রাত ৯টার দিকে উজিরপুরের সন্ধ্যা নদীর মীরের হাট নামক স্থানে পিরোজপুরের ভান্ডারিয়া থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘এমভি মর্নিং সান ৯’ লঞ্চের সঙ্গে ইফতি+রিজভী নামক একটি বালুবাহী বাল্কহেডের সংঘর্ষ ঘটে, এতে বাল্কহেডটি নদীতে নিমজ্জিত হয় ও লঞ্চটির তলা ফেটে যায়।
পরে লঞ্চটি সন্ধ্যা নদীর চৌধুরীর হাট নামক এলাকায় নোঙর করা হয়। এঘটনায় বাল্কহেডে থাকা দুইজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকাল থেকে নিখোঁজ দুই জনকে ও ডুবে যাওয়া বাল্কহেডটি উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ওসি আলী আর্শাদ আরও জানান, লঞ্চটির তলা ফেটে যাওয়ায় খবরে রাতেই ঘটনাস্থলে পৌঁছায় বিআইডব্লিউটিএর লোকজন। সেসময় লঞ্চে থাকা যাত্রীরা আতঙ্কে সন্ধ্যা নদীর চৌধুরীর হাট ঘাটে নেমে যায়। পরে বিআইডব্লিউটিএর কর্মীরা লঞ্চটি তলায় ফেটে যাওয়া অংশ মেরামত করলে ভোররাতে লঞ্চটি ছেড়ে যায়।