তাহিরপুর ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদারের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অভিভাবক কমিটির সদস্য মোহাম্মদ সামায়ূন কবির এই বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
অভিযোগের ভিত্তিতে জানা যায়, ২০২২ সালের ৭ই সেপ্টেম্বর ঐ শিক্ষা প্রতিষ্টানের নতুন গর্ভনিং বডির কমিটি গঠন করা হয়। নতুন কমিটির কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। সভার এক পর্যায়ে উক্ত প্রতিষ্টানের আয় ব্যয়, উপবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীর তালিকা, মেধাবী শিক্ষার্থীর তালিকা, শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা ইত্যাদি বিষয় সম্পর্কে জানতে চাইলে এড়িয়ে গিয়ে অভিভাবক কমিটির সদস্যর সঙ্গে খারাপ আচরণ করেন বলে জানা যায়। তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ স্থাপিত হয় ১৯৮৮ সালে বর্তমানে বিদ্যালয়টির শিক্ষার্থীদের সংখ্যা প্রায় ১১শ ৫৫ জ
ন। ১৯৯৭ সালে উক্ত শিক্ষা প্রতিষ্টানের প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেন ইয়াহিয়া তালুকদার। যোগদানের পর থেকেই JSC, SSS ও HSC উত্তীর্ণ শিক্ষার্থীদের থেকে প্রত্যায়ন পত্র বাবদ বিনা রশিদে একশত টাকা করে নিয়ে হাজার হাজার টাকা আত্মসাৎ করেছেন।
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াহিয়া তালুকদারের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি অভিযোগ অস্বীকার করে তিনি বলেন বিধি সম্মত ভাবেই শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করছেন।