সজিবুল ইসলাম, তাহিরপুর::: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র রফিকুল। নিয়মিত ছাত্র হিসেবে অধ্যায়ন করে আসছে রফিকুল।
আজ ৩০ এপ্রিল রবিবার এসএসসি পরিক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু প্রধান শিক্ষকের দায়িত্ব অবহেলায় পরিক্ষা দিতে পারছেনা রফিকুল।
রফিকুল ইসলাম রেজিষ্টেশনের জন্য নিয়ম অনুযায়ী প্রধান শিক্ষক মিসবাউল আলমের কাছে ফরম ফিলাপের টাকা জমা দেয়।
গত ২৭ এপ্রিল সকল পরিক্ষার্থীর প্রবেশ পত্র দিলেও রফিকুলকে দেওয়া হয়নি। তাৎক্ষণিক রফিকুল প্রধান শিক্ষককে এই বিষয়ে জিজ্ঞাসা করলে তিনি তাকে বলেন সে ফরম ফিলাপের টাকা দেয়নি এর জন্যই তার প্রবেশ পত্র আসেনি। তখন রফিকুল নিশ্চিত করে বলে তার দুই বন্ধুর সামনে প্রধান শিক্ষকের কাছে রেজিষ্টেশনের জন্য ২৫শত টাকা জমা দেয়।
প্রথমে প্রধান শিক্ষক মিসবাউল আলম ফরম ফিলাপের টাকা দেওয়ার কথা অস্বীকার করলেও পরে শিক্ষার্থী রফিকুলের দুই বন্ধুর সাক্ষীতে দুঃখ প্রকাশ করে টাকা দেওয়ার বিষয়টি স্বীকার করেন। আগামী বছর ২০২৪ সালের পরিক্ষার প্রস্তুতি নিতেও বলেন।
পরিক্ষার্থী রফিকুল জানায় টাকা ধার নিয়ে প্রধান শিক্ষক মিসবাউল আলমের কাছে ২৫শ টাকা জমা দেয়। এই বিষয়ে আরও জানতে চেয়ে প্রধান শিক্ষক মিসবাউল আলমের কাছে একাধিকবার কল করলেও তিনি কল রিসাভ করেননি।
মোয়াজ্জেমপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পিন্টু রঞ্জন তালুকদার এবিষয়ে প্রধান শিক্ষকের কাছে জানতে চাইলে প্রধান শিক্ষক মিসবাউল আলম দুঃখ প্রকাশ করে রফিকুল সামনের বছর পরিক্ষা দিতে পারবে কোনো সমস্যা হবেনা বলে জানান।
রফিকুল ইসলাম বলেন এত আনন্দের মধ্যে আমার এসএসসি পরিক্ষা দেওয়া হল না আমার জীবনটা অন্ধকারে ঢেলে দিল।
একটি বছর জীবনের শিক্ষা পিছিয়ে গেল রফিকুলের।