৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সন্ধ্যা ৬:০৯
শিরোনামঃ

বরগুনায় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধ’র্ষণের দায়ে শিক্ষকের যাবজ্জীবন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ মঙ্গলবার, মে ৯, ২০২৩,
  • 172 সংবাদটি পঠিক হয়েছে

বরগুনায় চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগ সন্দেহাতিতভাবে প্রমাণিত হওয়ায় প্রাইভেট শিক্ষককে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাণ্ডের রায় দিয়েছেন আদালত। একই সঙ্গে ২০ হাজার টাকা ভিকটিমকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

সোমবার (৮ মে) বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা জজ মো. মশিউর রহমান খান এ রায় ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের বিশেষ পিপি মো. মোস্তাফিজুর রহমান বাবুল।

দণ্ডপ্রাপ্ত আসামি আবদুল লতিফ (৪৫) বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের মৃত হামেদ উদ্দিনের ছেলে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, পাথরঘাটা উপজেলার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ছিল ভিকটিম। আসামি আব্দুল লতিফ তার বসত ঘরে বসে প্রাইভেট পড়াতো ভিকটিমকে। ২০১৬ সালের ৭ মার্চ আসামির বসত ঘরে প্রাইভেট পড়তে রাত বেশি হওয়ায় ওই বাড়িতে লতিফের ঘরের চৌকির ওপর ঘুমায়। রাত ১১টার সময় আবদুল লতিফ স্কুলছাত্রীকে ধর্ষণ করে। আসামি আব্দুল লতিফ স্কুল ছাত্রীর মাকে ফোন করে জানায় তার মেয়ে গুরুতর অসুস্থ। মেয়ের মা ওই রাতে আসামির বাড়িতে এসে মেয়েকে অসুস্থ দেখে প্রথমে পাথরঘাটা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করে।

স্কুলছাত্রীর অবস্থা গুরুতর দেখে ওই হাসপাতালের ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য বরগুনা সদর হাসপাতালে পাঠান। স্কুল ছাত্রীর মা রুবি বেগম বাদী হয়ে ২০১৬ সালের ১৩ মার্চ ওই ট্রাইব্যুনালে মামলা করে। পাথরঘাটা থানার তদন্তকারী কর্মকর্তা এইচ এম সিদ্দিকুর রহমান তদন্ত শেষে ২০১৬ সালের ৩০ মে আবদুল লতিফের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।

রায় ঘোষণার পরে স্কুল ছাত্রীর মা রুবি বেগম বলেন, আবদুল লতিফের মত চরিত্রহীন শিক্ষক যেন এ দেশে আর জন্ম না হয়। তিনি শিক্ষিক সমাজের কলঙ্ক। এই মামলায় মোট ৬ জন সাক্ষ্য দেয়।

রাষ্ট্রপক্ষ মামলা পরিচালনা করেছেন বিশেষ পিপি মোস্তাফিজুর রহমান বাবুল। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে বলেন, একটি সুন্দর রায় হয়েছে। সকল শিক্ষকের কাছে এই ম্যাসেজ পৌঁছলে শিক্ষকরা সতর্ক হবেন। আসামির পক্ষে মামলা পরিচালনা করেন মো. আব্দুল মোতালেব মিয়া।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo