৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ১০:৪১
শিরোনামঃ

মোখার তাণ্ডব: মহেশখালীতে তিন লবণচাষির মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ সোমবার, মে ১৫, ২০২৩,
  • 172 সংবাদটি পঠিক হয়েছে

ভয়ংকর ঘূর্ণিঝড় মোখার তাণ্ডবের কবল থেকে লবণ বাঁচাতে গিয়ে কক্সবাজারের মহেশখালী উপজেলার তিন লবণচাষি প্রাণ হারিয়েছেন।

এরা হলেন—মহেশখালী হোয়ানক ইউনিয়নের কালাগাজীর পাড়া গ্রামের আবুল ফজলের ছেলে রিদোয়ান (৩৫), পানিরছড়া গ্রামের আকতার কবিরের ছেলে মুহাম্মদ নেছার (৩২) এবং পানিরছড়া বারঘরপাড়ার মৃত মতনের ছেলে মো. আনছার (৩০)।

মহেশখালীর হোয়ানক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মীর কাশেম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, উপজেলার হোয়ানকে ইউনিয়নে রোববার রাত ১০টা ও ১২টায় লবণ মাঠের পৃথক স্থান থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। অন্যজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

মীর কাশেম চৌধুরী বলেন, রোববার সকালে ঘূর্ণিঝড় শুরুর আগ মুহূর্তে হোয়ানকের পশ্চিমে পলিথিন ও লবণ নিরাপদে রাখার জন্য ৪০-৫০ জন শ্রমিক মাঠে যায়। অতিরিক্ত বাতাস ও বৃষ্টির মধ্যে কাজ করার ফলে তাদের মধ্যে ৬-৭ জন অসুস্থ হয়ে পড়ে। সেখান থেকে তাদের মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। পরে বিকেল সাড়ে ৪টায় রিদওয়ানকে (৩৫) দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়ে ঘরে ফিরে যান। এদিকে রাত ১০টা ও ১২টায় লবণ মাঠের পাশে পানিতে ভাসমান অবস্থায় বাকি দুজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াসিন জানান, তিনজনের মৃত্যু ও কয়েকজন অসুস্থ হওয়ার কথা শুনেছি। এ বিষয়ে বিস্তারিত জেনে বলতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo