গ্লোবাল ইউনিভার্সিটি বাংলাদেশ বরিশালে আইন বিভাগের উদ্যোগে এলএলবি-২৩২ ব্যাচের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা উপলক্ষে ওরিয়েন্টেশন-২৩ আয়োজন করা হয়েছে।
শনিবার (২০ মে) গ্লোবাল ইউনিভার্সিটি অফ বাংলাদেশের আইন বিভাগের ‘ল’ সোসাইটি হল রুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গ্লোবাল ইউনিভার্সিটি আইন বিভাগের প্রধান রাসিদ নাহিয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. আনিসুজ্জামান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয় ট্রেজারার প্রফেসর তপন কুমার বল, রেজিষ্টার প্রফেসর একেএম এনায়েত হোসেন।
সম্মানিত অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী জেলা জজ কোর্টের সহকারী জজ জনাব পরান ঢালী।
এছাড়াও উপস্থিত ছিলেন- ইংরেজি বিভাগের প্রধান মোহাম্মদ ইসমাইল হোসেন, আইন বিভাগের লেকচারার হাসান নাফিসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষক ও শিক্ষিকারা।
অনুষ্ঠানে অতিথিরা নবীন শিক্ষার্থীদের দিক নির্দেশনা ও সর্বাঙ্গীন মঙ্গল কামনা করেন। সভাপতির সমাপনী বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।