৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২২
শিরোনামঃ

বরিশালে হাতপাখায় ভোট চাইতে মাঠে ২১০০ নারী

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ শনিবার, মে ২৭, ২০২৩,
  • 171 সংবাদটি পঠিক হয়েছে

বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশের হাতপাখা প্রতীকের প্রচারণায় প্রথম দিনে মাঠে নেমেছেন ২ হাজার ১০০ নারী কর্মী। সিটি কর্পোরেশনের ৩০টি ওয়ার্ডে ৭০ জন করে দলভুক্ত হয়ে একযোগে প্রচারণা শুরু করেছেন।

শনিবার (২৭ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন পরিচালনায় গণমাধ্যম সমন্বয় কমিটির সদস্য কেএম শরিয়তউল্লাহ।

তিনি বলেন, প্রাথমিকভাবে ওয়ার্ডভিত্তিক প্রচারণা শুরু করা হয়েছে। কয়েকদিনের মধ্যে কেন্দ্রীয়ভাবে কর্মপরিকল্পনা করে আরও বেশি নারী কর্মীরা প্রচারণায় যুক্ত হবেন।

সরেজমিনে নগরীর ২৩, ২৪ ও ২৫ নং ওয়ার্ড ঘুরে দেখা গেছে, ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের পক্ষে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে লিফলেট বিতরণ করছেন নারীরা। সেই সঙ্গে তারা হাতপাখায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন।

হাতপাখায় ভোট চাইতে আসা নারীদের টিম লিডার বলেন, আমাদের উদ্দেশ্য হলো ইসলামি হুকুমত কায়েম করা। চরমোনাই দরবারের নায়েবে আমির হাতপাখার প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বরিশালের খেদমত করার সুযোগ চান। তিনি বলেছেন, আমি মেয়র হতে চাই না, আমি বরিশালবাসীর খাদেম হতে চাই।

টিম লিডার বলেন, প্রার্থীর প্রতি ভালোবাসা থেকে আমরা প্রচার-প্রচারণায় নেমেছি। তার (প্রার্থী) কাছ থেকে কোনো টাকা-পয়সার বিনিময়ে মাঠে নামিনি। মন থেকে আমরা তাকে মেয়র হিসেবে দেখতে চাই। এজন্য মানুষের দ্বারে দ্বারে ভোট চাইতে যাচ্ছি।

তিনি আরও বলেন, মানুষের ধারণা চরমোনাই পীরের হাতে যদি শাসন থাকে তাহলে হজরত ওমর (রা.) এর শাসন ব্যবস্থার মতো সুশাসন নিশ্চিত হবে। এজন্যই মানুষ ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীকে ভোট দেবে।

অন্যদিকে দুপুরে নগরীর বাংলাবাজার এলাকায় গণসংযোগকালে মেয়র প্রার্থী মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, গণসংযোগে মানুষ যেভাবে আমাকে আশ্বস্ত করছে তাতে আমার মনে হচ্ছে মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হবো। নির্বাচন কমিশনের বিগত প্রশ্নবিদ্ধ নির্বাচনগুলোর কারণে আমরা ফলাফল হাতে পাওয়ার আগ পর্যন্ত শঙ্কামুক্ত নই। কে আওয়ামী লীগ, কে বিএনপি কিংবা কে জাতীয় পার্টি সেটা আমাদের দেখার বিষয় নয়, বরিশালের সকল ভোটারই আমার দাওয়াতের আওতাভুক্ত। আমি সবার কাছেই হাতপাখার দাওয়াত নিয়ে হাজির হবো এবং নগরবাসীকে ভোটের দিন কেন্দ্রে উপস্থিত হয়ে হাতপাখায় ভোট দেওয়ার অনুরোধ করবো।

তিনি আরও বলেন, পূর্ব অভিজ্ঞতার কারণে নির্বাচন কমিশনের ওপর সুষ্ঠু ভোট নিয়ে আমাদের শঙ্কা থেকেই যাচ্ছে। সুতরাং যাতে ভোটে কারচুপির সুযোগ না পায় সেক্ষেত্রে নগরবাসীকে সজাগ থাকতে হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo