৪ঠা জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ রাত ১০:২৬
শিরোনামঃ

লালপুরে ৫ দফা দাবিতে নার্সদের মানববন্ধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বৃহস্পতিবার, জুন ১, ২০২৩,
  • 399 সংবাদটি পঠিক হয়েছে

 এ জেড সুজন মাহমুদ, লালপুর (নাটোর)প্রতিনিধি: বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের উদ্যোগে নাটোরের লালপুর উপজেলা শাখা আয়োজনে পাঁচ দফা দাবিতে মানববন্ধন ও কর্মসূচি পালন করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা। বুধবার (৩১মে-২৩) সকাল ১১ টার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রাস্তায় দাঁড়িয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত নার্সরা এ মানববন্ধন পালন করে।

 

 

উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশনের লালপুর উপজেলা শাখার সভাপতি ও লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপারভাইজার ফাতেমা খাতুন, সাধারণত সম্পাদক ও নার্সিং ইনচার্জ জেসমিন নাহার, সিনিয়র স্ট্রাফ নার্স মুন্নি খাতুন। এসময় বক্তারা বলেন ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি কোর্সের সমমানের প্রজ্ঞাপন অনতিবিলম্বে বাতিল করে এইচএসসি পাশের পর তিন বছর ডিপ্লোমা ইন সাইন্স এন্ড মিডওয়াইফারি কোচ কে স্নাতক ডিগ্রিতে রূপান্তর করতে হবে, নার্সিং পেশায় স্পেশাল ক্যাডার সার্ভিস চালু করতে হবে এবং প্রথম শ্রেণীর পদ গুলোতে শূন্য পদের নিয়োগ ব্যবস্থা করতে হবে, সরকারি চাকরিতে কর্মরত নার্সদের মূল বেতনের ৩০% ঝুঁকি ভাতা দিতে হবে, চাকরির শুরুতে অতিরিক্ত ইনক্রিমেন্ট প্রদানের সুবিধা বহাল রাখতে হবে।

 

 

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ভাতা প্রদান সহ বিএসসি নার্সিং শিক্ষার্থীদের ইন্টারশীপ ভাতা ২০হাজার টাকা উন্নীত করতে হবে। নীতিমালা অনুসরণ না করে যে সকল বেসরকারি নার্সিং শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে সে সকল প্রতিষ্ঠানের অনুমোদন বাতিলসহ দুর্নীতিবাজদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 

 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ উজ্জল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মোছাঃ জরিনা আক্তার, ফিরোজ আখতার, সাহিদা খাতুন, ওয়াজেদা আক্তার, নার্গিস আক্তার, হাফিজা খাতুন, নাসিমা খাতুন, মাহফুজা আজমেরী এবং মিডওয়াইফারি চম্পা ও মাজেদা।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo