৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১:২০
শিরোনামঃ

কুয়াকাটায় পর্যটককে মারধর, ৩ যুবক আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ রবিবার, জুলাই ২, ২০২৩,
  • 185 সংবাদটি পঠিক হয়েছে

পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকত ভ্রমণে আসা এক পর্যটককে মারধরের অভিযোগে তিন যুবককে আটক করেছে ট্যুরিস্ট পুলিশ। শনিবার (১ জুলাই) কুয়াকাটা পৌরসভা ভবনের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- বরগুনার আমতলীর নাসির তালুকদারের ছেলে বাইজিদ হোসাইন (২৪), একই এলাকার তোফাজ্জেল হাওলাদারের ছেলে রাসেল হাওলাদার (২৫) এবং নিজাম তালুকদারের ছেলে বনি আমিন (২৫)।

পুলিশ জানায়, দুপুর ২টার দিকে কুয়াকাটা পৌর ভবনের সামনে সড়কের ওপরে বরিশালের হিজলা উপজেলা থেকে আগত রাজিব সরদার নামে এক পর্যটকের সঙ্গে অটোরিকশায় বসা নিয়ে ওই তিনজনের প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে পর্যটককে তারা মারধর করে গলা চেপে ধরেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পুলিশে খবর দিলে টহলরত ট্যুরিস্ট পুলিশ তৎক্ষণিক তাদের আটক করে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে আসামিদের আটক করতে সক্ষম হই। বর্তমানে ওই পর্যটককে চিকিৎসা দেওয়া হচ্ছে। আটকদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo