সজিবুল ইসলাম তাহিরপুর ( সুনামগঞ্জ ) প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার জয়নাল আবেদিন ডিগ্রি কলেজ শাখার আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে।
আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এক বছরের জন্য জয়নাল আবেদিন ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।
তাহিরপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আশ্রাউল জামান ইমন ও সাধারণ সম্পাদক সাইদুর রহমানের যৌথ সাক্ষরিত পত্রে উক্ত কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সুলেমান রাজুকে সভাপতি ও কাওসার হাসান বিপুলকে সাধারণ সম্পাদক করা হয়।
২১ সদস্য বিশিষ্ট উক্ত কমিটির সভাপতি সুলেমান রাজু বলেন বাংলাদেশ আওয়ামীলীগ এর একজন আদর্শ কর্মি হিসেবে সব সময় কাজ করে যাবেন।