সজিবুল ইসলাম (সুনামগঞ্জ) তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে নদীর পানিতে ডুবে অন্তর পাল নামে দেড় বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তেলিগাঁও গ্রামের হরিবল পাল এর ছেলে।
বুধবার বিকাল সাড়ে ৪টায় উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়িনের তেলীগাঁও গ্রাম সংলগ্ন পাটলাই নদীতে ডুবে শিশু মৃত্যুর ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানাযায়, বৃহস্পতিবার বিকালে পরিবারের সদস্যদের অগোচরে একটি পানি খাওয়ার গ্লাস নিয়ে বাড়ির পাশে পাটলাই নদীর পাড়ে গেলে অন্তর পাল নিখোঁজ হয়। পরিবারের লোকজন বাড়িতে অনেক্ষণ দেখতে না পেলে। বাড়ির আশেপাশে খোঁজাখুঁজি করে না পেয়ে, সন্দেহ বসত নদীতে খোঁজাখুঁজির এক পর্যায়ে ডুবন্ত অবস্থায় থাকে উদ্ধার করে। পরে শ্রীপুর উপ-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে তাহিরপুর থানার সাব ইন্সপেক্টর মৃদুল কান্তি বলেন, এলাকার লোকজন মারফত বিষয়টি শুনেছি। আমরা ঘটনাস্থলে যাচ্ছি।