আর মাত্র এক দিন পরই শুরু হচ্ছে এশিয়া কাপ। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের এ টুর্নামেন্ট খেলতে গতকাল দেশ ছেড়েছে বাংলাদেশ দল। দুপুরের ফ্লাইটে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রওনা দেয় সাকিব আল হাসানরা। তবে দলের বাকি সবার সঙ্গে লঙ্কায় যেতে পারেননি টাইগার ওপেনার লিটন দাস। আশা ছিল আজ যাবেন তিনি। কিন্তু অবশেষে তাও আর সম্ভব হচ্ছে না, ফলে অনিশ্চিত হয়ে পড়েছে লিটনের এশিয়া কাপ।
এবারের আসরে বাংলাদেশের প্রথম ম্যাচ ৩১ আগস্ট। নিজেদের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে টাইগাররা। মূলত জ্বরে আক্রান্ত হওয়ায় সবার সঙ্গে যেতে পারেননি লিটন।
বিসিবির সূত্র গতকাল জানিয়েছিল, অসুস্থতার কারণে লিটন যেতে না পারলেও তিনি আগামী কাল যাবেন। আর শারীরিক অসুস্থতা না সারলে বিকল্প নিয়ে ভাবা হবে বলেও জানা গেছে। শেষ পর্যন্ত তিনি যদি খেলতে না পারেন তবে দলের জন্য একটি বড় ধাক্কা হবে বলেই বিবেচনা করা হচ্ছে। কেননা, ইনজুরির কারণে দলে নেই দেশসেরা ওপেনার তামিম ইকবাল। এমন অবস্থায় দলে সবথেকে অভিজ্ঞ তিনিই।
বর্তমানে নিজ বাসাতেই বিশ্রামে আছেন লিটন। গতকাল তার ডেঙ্গু টেস্ট করানো হয়েছিল। তাতে অবশ্য স্বস্তির খবর রয়েছে টাইগার ভক্তদের। ডেঙ্গু পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট এসেছে ডানহাতি ব্যাটারের।
তবে ডেঙ্গুর রিপোর্ট নেগেটিভ আসলেও আজও জ্বর কমেনি লিটনের। তাই মেডিক্যাল টিমের সিদ্ধান্ত অনুযায়ী জ্বর না কমলে শ্রীলঙ্কা যেতে পারছেন না টাইগার ওপেনার। শেষ পর্যন্ত লিটন না যেতে পারলে স্ট্যান্ড বাই তালিকায় থাকা সাইফ হাসানের কপাল খুলবে বলে জানা গিয়েছে।