৫ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:৪৫
শিরোনামঃ

ঝালকাঠিতে ছাত্রদলের আহ্বায়ককে পেটালেন সদস্য সচিব

রিপোর্টার নাম
  • আপডেট টাইমঃ বুধবার, আগস্ট ৩০, ২০২৩,
  • 202 সংবাদটি পঠিক হয়েছে

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আল ইমরান কিরণকে পেটালেন একই কমিটির সদস্য সচিব রফিকুল ইসলাম। মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বাইপাস মোড়স্থ বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আহত উপজেলা ছাত্রদল আহ্বায়ক কিরণ রাজাপুর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ছাত্রদল নেতা কিরণের অভিযোগ, সন্ধ্যা ৭টার দিকে অফিসের সামনে দাঁড়ানো অবস্থায় সদস্য সচিব রফিকুল ইসলাম বহিরাগত ১০-১২জন লোক নিয়ে লাঠি ও লোহার রড দিয়ে তাকে এলোপাতারি পিটানো শুরু করে। ঘটনা দেখে সিনিয়ররা দৌড়ে গিয়ে তাকে উদ্ধার করে।

কিরণ বলেন, তারা আমাকে উদ্ধার না করলে হয়তো ওখানেই আমি মারা যেতাম।

তিনি আরও বলেন, সদস্য সচিবের সঙ্গে আমার ব্যক্তিগত কোনো শত্রুতা নেই। হয়তো এটা রাজনৈতিক প্রতিহিংসা হতে পারে। আমার সঙ্গে সিনিয়র, সমবয়সী এবং জুনিয়র সবার সঙ্গেই একটা ভালো সম্পর্ক আছে। এ কারণে আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে এ হামলা চালানো হয়েছে বলেও ধারণা করেন তিনি। এ বিষয়ে সদস্য সচিবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তা আর সম্ভব হয়নি।

উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন, ছাত্রদলের ছেলেদের মধ্যে হাতাহাতি হয়েছিল। আমরা সামনে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছি। হয়তো ওদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, ছাত্রদলের আহ্বায়ককে সদস্য সচিব পিটিয়েছে এমন সংবাদ পেয়েছি। কিন্তু আমাদের কাছে কেউ কোনো অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ ...

© All rights reserved © 2021
Developed By Engineerbd.net
EngineerBD-Jowfhowo