রাজধানীর মোহাম্মদপুরে জনতার ধাওয়ায় ভবন থেকে পড়ে এক যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। বাসে আগুন দিয়ে পালানোর সময় ওই যুবককে ধাওয়া দেয়া হয় বলে জানা গেছে।
রোববার (২৯ অক্টোবর) সলিমুল্লাহ রোডের মাথায় আসাদ অ্যাভিনিউয়ে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ডিএমপির তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক। নিহত ব্যক্তির নাম আব্দুল রশিদ (৩৬) বলে জানান তিনি।
স্থানীয়দের বরাত দিয়ে তিনি আরও জানান, সকাল ১০টার দিকে টাউন হলের শহীদ পার্ক জামে মসজিদের সামনে পরিস্থান পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় স্থানীয়রা ধাওয়া দিলে আসাদ অ্যাভিনিউ সড়কের পাশের নির্মাণাধীন ৭ তলা ভবনে উঠে যান ওই ব্যক্তি। পরে ভবন থেকে নিচে পড়ে তার মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, ওই ব্যক্তি ৭ তলা ভবনের ছাদ থেকে অন্য একটি ৩ তলা ভবনের ছাদে লাফ দেন। কিন্তু তিনি দুই ভবনের মাঝখানে পড়ে যান, এতেই তার মৃত্যু হয়। দুপুরের দিকে পুলিশ নিহতের লাশ নিয়ে যায়।
এদিকে আগুনে বাসের সবগুলো সিট পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সপ্তাহের প্রথম কর্মদিবস হওয়ায় বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতাল উপেক্ষা করেই রোববার সড়কে নামে বিভিন্ন কোম্পানির গণপরিবহন। বাসগুলোর যাত্রী সংখ্যাও ছিল চোখে পড়ার মতো। তবে এরমধ্যেই একের পর এক বাসে আগুন দেয়ার খবর পাওয়া গেছে। শিকড়, বিহঙ্গ, অছিম, পরিস্থান, বিআরটিসিসহ বিভিন্ন পরিবহন সংস্থার বাসে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটে।