ঝালকাঠি জেলার পূর্ব বিন্নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন টাকার বিনিময়ে ঠিকাদারি প্রতিষ্ঠানকে ভাড়া দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে।
তবে প্রধান শিক্ষিকা মিলা আক্তার জানিয়েছেন, টাকার বিনিময়ে নয়, জোরপূর্বক বিদ্যালয়ের একটি ভবন দখল করে ঠিকাদারি প্রতিষ্ঠান দীর্ঘ তিনমাস তাদের রাস্তার সংস্কার কাজ চালিয়ে যাচ্ছে। আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে এ বিষয়ে নিষেধ করলেও তারা শুনেনি।
প্রধান শিক্ষিকা মিলা আক্তার বলেন, আপনারা এ বিষয়ে কোনরকম রিপোর্ট করবেন না, অনুরোধ রইলো। যদি এসব বিষয়ে সংবাদ মাধ্যমে লেখালেখি হয়, তাহলে নিশ্চিত তদন্তের নামে আমাকে হয়রানির শিকার হতে হবে।
এদিকে সরেজমিনে দেখা যায়, পূর্ব বিন্নাপাড়া প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবনে দেখা যায় রাস্তার কাজ করতে আশা শ্রমিকরা তাদের স্ত্রী ও সন্তানদের নিয়ে প্রায় তিনমাস যাবত ঘর সংসার করছে।
ভবনের মধ্যেই তৈরি করা হয়েছে রান্নাঘর। সেখানে বসে রান্নাবান্না করে খাচ্ছে রাস্তা সংস্কার কাজে সম্পৃক্ত শ্রমিকরা।
বিদ্যালয়ে বসবাসরত শ্রমিক আলম বেপারী বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান আমাদেরকে বিদ্যালয়ের ভবনে থেকে রাস্তা সংস্কারের কাজ করতে বলেছেন।
যেকারণে আমরা এখানে থেকে রাস্তা সংস্কারের কাজ করছি। আর কিছুদিনের মধ্যেই আমরা চলে যাবো।
এদিকে সংবাদকর্মীদের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থলে আসেন ঠিকাদারি প্রতিষ্ঠানের দুই শেয়ার হোল্ডার। নাম প্রকাশে অনিচ্ছুক এই দুই শেয়ার হোল্ডার বলেন, আমরা প্রধান শিক্ষিকা মিলা আক্তারের অনুমতি নিয়ে বিদ্যালয়ের ভবনে থেকে শ্রমিকদের রাস্তা সংস্কারের কাজ করতে বলেছি। রাস্তা সংস্কারের কাজ শেষ হলে শ্রমিকরা এখান থেকে চলে যাবে। তবে টাকার বিনিময়ে ভবন ভাড়া নেওয়ার বিষয়টি এড়িয়ে যান তারা।
অন্যদিকে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো: গোলাম রহমান সিকদার জানান, ‘জোরপূর্বক তো-দূরের কথা সমঝোতা করেও কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান ওই বিদ্যালয়ের মধ্যে কাজ করতে পারবে না। এ বিষয়ে খোঁজ নিয়ে দ্রুত ব্যাবস্থা গ্রহণ করা হবে।